Views Bangladesh Logo

‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে লতিফ সিদ্দিকীসহ ১৫ জনকে অবরুদ্ধ, পরে পুলিশে সোপর্দ

গোলটেবিল আলোচনা সভায় এসে আটক হয়েছেন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনসহ ১৫ জন। ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেয়া একদল তরুণ তাদের দীর্ঘক্ষণ অবরুদ্ধ রেখে পুলিশের হাতে তুলে দিয়েছে।

পরে গাড়িতে তুলে মঞ্চ’৭১ প্ল্যাটফর্মের ওই সংগঠক ও সভার আলোচকদের জিজ্ঞাসাবাদের জন্য মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভাটির আয়োজন করে মঞ্চ’৭১। সংবিধান প্রণেতা এবং গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের প্রধান অতিথি থাকার কথা ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আল আমিন রাসেলের নেতৃত্বে তরুণেরা নির্ধারিত সময়ের আগেই সভাস্থল অবরুদ্ধ করে রাখেন। আব্দুল লতিফ সিদ্দিকীসহ অন্য অংশগ্রহণকারীদের মিলনায়তনের ভেতরে প্রবেশে বাধা দেন তারা।

হট্টগোলের মধ্যেই বেলা ১১টার দিকে সভা শুরু করে অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন বলেন, ‘আমরা সংবিধান বাতিলের প্রচেষ্টা দেখছি। এর পেছনে রয়েছে জামায়াত-শিবির এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রশ্রয়ে মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরিয়ে অপমান করছেন তারা।

তার বক্তব্যের মধ্যেই ডিআরইউ মিলনায়তনে ঢুকে পড়েন একদল তরুণ। ‘জুলাইয়ের অস্ত্র আবার গর্জে উঠুক’ ‘লীগকে গ্রেপ্তার করো, জেল ভরাট করো’, ‘জুলাই যোদ্ধারা ঐক্যবদ্ধ হও, লড়াই করো’ স্লোগান দিতে দিতে সভার ব্যানার ছিঁড়ে ফেলেন তারা। পরে লতিফ সিদ্দিকী ও অধ্যাপক কার্জনসহ বক্তা ও অতিথিদের মিলনায়তনের ভেতরে অবরুদ্ধ করে রাখেন।

ঘটনাস্থলে একটি টেবিল ভাঙা দেখেছেন বলে উল্লেখ করে প্রত্যক্ষদর্শীরা আরও জানান, সভাটির কিছু অংশগ্রহণকারী ভেতরে ও কয়েকজন বাইরে ছিলেন। এ অবস্থায় বাইরেও হট্টগোল করছিলেন আরও বেশ কয়েকজন।

দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি দল ঘটনাস্থলে পৌঁছালে লতিফ সিদ্দিকী, অধ্যাপক কার্জনসহ ১৫ জনকে তাদের হাতে তুলে দেন বিক্ষোভকারীরা। ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, তাদের পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ বলেন, ‘এই মুহূর্তে তাদের এখান থেকে নিয়ে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই। ঊর্ধ্বতন কর্মকর্তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।’

মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ এবং মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষার লক্ষ্যে নবগঠিত ‘মঞ্চ ৭১’- এ রয়েছেন সুশীল সমাজের প্রবীণ এবং নতুন প্রজন্ম ও বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। ৫ আগস্ট প্রেস বিজ্ঞপ্তি দিয়ে প্ল্যাটফর্মটি চালু করেন সমন্বয়কারী অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ বীরপ্রতীক এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না।

ফেসবুক লাইভ ভিডিওতে স্বঘোষিত সমন্বয়কারীদের অনুষ্ঠানে বিঘ্ন ঘটানোর নিন্দা জানিয়েছেন জেড আই খান পান্না। ঘটনাটির প্রতিক্রিয়ায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এখনই শেষ মুহূর্ত। এখনই ঐক্যবদ্ধ হোন’।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ