সর্বশেষ অবস্থা: উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে এ দুর্ঘটনা হয়। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এর ক্যান্টিনের উপরে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিসের কর্মীরা।
এই দুর্ঘটনার সর্বশেষ অবস্থা জানতে থাকুন ভিউজ বাংলাদেশ এর সঙ্গে...
বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১, আহত ১৬৫
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে, আহত হয়েছেন ১৬৫ জন।
সোমবারের (২১ জুলাই) এই ভয়াবহ দুর্ঘটনার পর একদিন পেরিয়ে মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন হাসপাতালে এই তথ্য হালনাগাদ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বিধ্বস্ত বিমানটি প্রশিক্ষণ নয়, যুদ্ধবিমান ছিল: আইএসপিআর
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে প্রশিক্ষণ বিমান নয়; বরং যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।মঙ্গলবার এক বার্তায় বিষয়টি স্পষ্ট করেছে আইএসপিআর।
বার্ন ইনস্টিটিউটে নিরাপত্তা জোরদার
উত্তরায় বিমান দুর্ঘটনার পর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখন শুধু রোগী, তাদের নিকট আত্মীয় ও অনুমোদিত কর্মীরাই সেখানে প্রবেশ করতে পারছেন।
সাংবাদিকরাও সেনাবাহিনীর পূর্ব অনুমতি ছাড়া প্রবেশ করতে পারছেন না।
নিহতের সংখ্যা বেড়ে ২৭
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও চার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার দিবাগত রাত ৩ টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেন।
নিহত বেড়ে ২০ জন, চিকিৎসাধীন ১৭১: আইএসপিআর
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আহত ১৭১ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানায় সংস্থাটি।
বিমানটিকে ঘনবসতি থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেন পাইলট: আইএসপিআর
বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়ার আগে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম সর্বোচ্চ চেষ্টা করেন বিমানটিকে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে জনবিরল স্থানে সরিয়ে নিতে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। দুর্ঘটনাটিতে পাইলটসহ ১৯ জন নিহত হয়েছেন এবং অন্তত ১৬৪ জন আহত হয়েছেন।
নরেন্দ্র মোদীর শোক
ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সোমবার (২১ জুলাই) এক্স- এ শোকবার্তায় মোদী লিখেছেন, ‘ঢাকার এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে আমরা গভীরভাবে মর্মাহত, যাদের অনেকেই তরুণ শিক্ষার্থী। আমাদের হৃদয় শোকাহত পরিবারের প্রতি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। ভারত বাংলাদেশের সাথে সংহতি প্রকাশ করে এবং সম্ভাব্য সব সমর্থন ও সহায়তা দিতে প্রস্তুত।’
তিন জেলায় এনসিপির ‘জুলাই পদযাত্রা’ স্থগিত
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার পর জরুরি সেবায় সহায়তায় মেডিকেল টিম গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তিন জেলায় নির্ধারিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ স্থগিতও করেছে দলটি।
‘নেগেটিভ’ রক্তের জরুরি আহ্বান
বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় জরুরি ভিত্তিতে ‘নেগেটিভ’ ব্লাড গ্রুপের (যেমন: A-, B-, AB-, O-) রক্তের তীব্র সংকট দেখা দিয়েছে। আহতদের বাঁচাতে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বেচ্ছাসেবীরা এই গ্রুপের রক্তদাতাদের প্রতি দ্রুত এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। স্বেচ্ছাসেবক নুরন্নবী জানান, "পজিটিভ গ্রুপের রক্ত অনেক পাওয়া গেছে। কিন্তু নেগেটিভ রক্তের খুবই অভাব। যেসব দগ্ধ রোগীর নেগেটিভ রক্ত লাগছে, তাদের জন্য যা সংগ্রহ হয়েছে তা যথেষ্ট নয়।"
নিহতদের বেশিরভাগই শিক্ষার্থী: প্রেস উইং
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তরের প্রেস উইং। নিহতদের বেশিরভাগই শিক্ষার্থী। তবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। অন্যদিকে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল এক সংবাদ সম্মেলনে জানান, মৃতের সংখ্যা ১৯ জন।
হাসপাতালে হতাহতদের তালিকা দিল আইএসপিআর
বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এতে আহত হয়েছেন ১৬৪ জন।
এছাড়া আইএসপিআরের বিজ্ঞপ্তিতে নিহত ও আহত ব্যক্তিদের তালিকা দেয়া হয়। সে অনুযায়ী, ১. কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮, নিহত নেই; জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহত ৭০ নিহত ২; সিএমএইচ-ঢাকায় আহত ১৪ ও নিহত ১১; কুর্মিটোলা জেনারেল হসপিটালে আহত নেই নিহত ২; উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে আহত ১১ ও নিহত ২; উত্তরা আধুনিক হসপিটাল আহত ৬০ ও নিহত ১; উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল আহত ১, নিহত নেই।
এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক জানিয়েছিলেন এ ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন।
নৌবাহিনী শোক
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গোটা দেশ শোকাহত হয়ে পড়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানি ও হতাহতের খবরে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এক শোকবার্তায় নৌবাহিনী জানিয়েছে, ভয়াবহ এ ক্রান্তিকালে আমরা সবাই দেশের মানুষের পাশে আছি। অপূরণীয় ক্ষতির এই ঘটনায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক জানাচ্ছি। আহতদের জীবন রক্ষায় অন্যান্য সংস্থার পাশাপাশি নৌবাহিনীও নিজ দায়িত্ববোধ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
উত্তরা আধুনিক হাসপাতালে ১২০ অগ্নিদগ্ধ
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় উত্তরা আধুনিক হাসপাতালে ১২০ জন অগ্নিদগ্ধ চিকিৎসা নিয়েছেন। ওই হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক আকাশ বলেন, এখানে অগ্নিদগ্ধ ১২০ জন চিকিৎসা নিয়েছেন। বেশিরভাগেরই শরীর ৬০-৭০ শতাংশ পুড়ে গেছে। বেশিরভাগেরই বয়স ১৪ থেকে ২০ বছর। দুই জন মারা গেছেন। তার মধ্যে একজনের বয়স ১৫ বছর, আরেকজনের ২০ বছর। নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
আহতদের হাসপাতাল নিতে মেট্রোরেলের বগি বরাদ্দ
উত্তরা এলাকায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত অনেক মানুষ নিহত, আহত ও দগ্ধ হয়েছেন। আহতদের দ্রুত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন হাসপাতালগুলোতে পৌঁছে দিতে মেট্রোরেলের একটি কোচ সংরক্ষণ করেছে পুলিশ। পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ১৯
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯ নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
তিনি ঘটনাস্থলে থেকে ব্রিফিংয়ে এ তথ্য জানান। এছাড়া উদ্ধারকাজ এখনো চলছে বলেও জানান তিনি।
জাতীয় বার্ন ইনস্টিটিউটে জরুরি হটলাইন চালু
বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্তে হতাহতের ঘটনায় জরুরি প্রয়োজনে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি হটলাইন চালু করা হয়েছে। হটলাইন নম্বর 01949043697
বিমান দুর্ঘটনায় মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
ঢাকার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় সরকার আগামী মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
বিমানটি আছড়ে পড়েছিল স্কুলের ভবনে
রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।
মাইলস্টোন কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানান, বিদ্যালয় শাখার ক্যানটিনের পাশে একটি ক্লাসরুম বিধ্বস্ত হয়েছে বিমানটির আঘাতে। তিনি বলেন, ‘কোনো শিক্ষার্থী হতাহত হয়েছে কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে। কলেজ কর্তৃপক্ষকেও ঘটনাস্থলে যেতে দেয়া হচ্ছে না।’
বার্ন ইউনিটে ভর্তি ২৮ জনের নাম পাওয়া গেল
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বেলা সাড়ে তিনটা পর্যন্ত ২৮ জন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। ইনস্টিটিউটের ভর্তি তালিকায় ওই ২৮ জনের নাম রয়েছে। দগ্ধরা হলেন, শামীম ইউসুফ (১৪), মাহিন (১৫), আবিদ (১৭), রফি বড়ুয়া (২১), সায়েম (১২), সায়েম ইউসুফ (১৪), মুনতাহা (১১), নাফি (), মেহেরিন (১২), আয়মান (১০), জায়েনা (১৩), ইমন (১৭), রোহান (১৪), আবিদ (৯), আশরাফ (৩৭), ইউশা (১১), পায়েল (১২), আলবেরা (১০), তাসমিয়া (১৫), মাহিয়া (), অয়ন (১৪), ফয়াজ (১৪), মাসুমা (৩৮), মাহাতা (১৪), শামীম, জাকির (৫৫), নিলয় (১৪) সামিয়া।
দুর্ঘটনায় নিহত বেড়ে ৪
প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া ৬০ জনের বেশি আহত হয়েছেন। আহতদের বেশিরভাগই শিক্ষার্থী বলে জানা গেছে। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং এখনো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
বিনামূল্যে চিকিৎসা দেবে সরকার
বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য সরকার সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহতদের চিকিৎসায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং কুয়েত মৈত্রী হাসপাতালে বিশেষ মেডিকেল টিম মোতায়েন করা হয়েছে।
নিহত অন্তত ১
এ দুর্ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম বলেন, 'দুর্ঘটনার পর ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। আহত চারজনকে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।'
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম জানান, 'আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত জানার চেষ্টা করছি।'
আহতদের রক্তদানের আহ্বান
বিমান বিধ্বস্তের ঘটনায় আহত অসংখ্য মানুষকে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ আশেপাশের বেশ কয়েকটি হাসপাতালে। তাদের সুচিকিৎসায় প্রচুর পরিমাণে রক্ত প্রয়োজন। আগ্রহী রক্তদাতাদের হাসপাতালগুলোতে যাওয়া আহ্বান জানানো হয়েছে। দগ্ধ ৬০ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বলে জানান পরিচালক ডা. নাসির উদ্দিন।
প্রধান উপদেষ্টার শোকবার্তা
বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। এক শোকবার্তায় তিনি বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমানসেনা, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। এটি জাতির জন্য এক গভীর বেদনার মুহূর্ত।
দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হওয়ার ঘটনায় হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা বলছেন, দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী।
দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার তৌকির
রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত এক জনের পরিচয় পাওয়া গেছে। তিনি স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম সাগর।
২ প্লাটুন বিজিবি মোতায়েন
রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে ঘটনায় উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
দগ্ধদের নেয়া হচ্ছে ঢাকা মেডিকেলে
এই দূর্ঘটনায় দগ্ধদের মধ্যে যারা গুরুতর আহত তাদের নেওয়া হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে, প্রায় ষাট জনকে বার্ন ইউনিটে আনা হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে আরো ১০০ জন শিক্ষার্থী দগ্ধ অবস্থায় আছে। তাদের হাসপাতালে আনতে সাহায্য করছেন সাধারণ জনগণ।
উত্তরায় মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিধ্বস্ত, উদ্ধারকাজ চলছে
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।
বহু হতাহতের আশংকা
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এই ঘটনায় বহু মানুষের, বিশেষ করে স্কুলের শিক্ষার্থীদের হতাহতের আশংকা রয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বহু আহত শিক্ষার্থীকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হচ্ছে।
তদন্ত কমিটি গঠন
বিমান বিধ্বস্তের কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আট ইউনিট। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের আটটি ইউনিট কাজ করছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়তে দেখা গেছে। সেই সঙ্গে দুর্ঘটনাস্থলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষদের ভিড় করতে দেখা গেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে