Views Bangladesh Logo

সর্বশেষ অবস্থা: ডাকসু নির্বাচন ২০২৫

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাণকেন্দ্রে আবারও ফিরে এসেছে ছাত্ররাজনীতির সবচেয়ে বড় উৎসব—ডাকসু নির্বাচন ২০২৫। আজ (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলেছে বিকেল ৪টা পর্যন্ত। এখন ভোট গণনা চলছে। 

ডাকসু নির্বাচনের সর্বশেষ অবস্থা জানতে যুক্ত থাকুন ভিউজ বাংলাদেশ এর সঙ্গে।


ডাকসু নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট চুরির অভিযোগ তুলে ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদের নেতৃত্বে এই মিছিল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

ছাত্রদল কর্মীরা মিছিলকালে ‘জামায়াত-শিবির রাজাকার’, ‘নির্বাচনে কারচুপি, মানি না মানব না’, ‘ভোট চোর ভোট চোর, জামায়াত-শিবির ভোট চোর’ এবং ‘প্রশাসন ভোট চোর’ স্লোগান দেন। মিছিলটি টিএসসি কেন্দ্রে পৌঁছালে কেন্দ্রটিতে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। তারা ভোট গণনা প্রার্থীদের সামনে করার দাবি জানান। সন্ধ্যা পৌনে ৭টার দিকে তারা টিএসসি কেন্দ্রের বাইরে অবস্থান নেন।


টিএসসি ও ঢাবি ক্লাবে ভোট গণনায় বিঘ্ন: উত্তেজনায় গণনা স্থগিত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে ভোট গণনা হঠাৎ বন্ধ হয়ে গেছে। নির্বাচনী প্রার্থীদের বাধার কারণে ভোট গণনা স্থগিত রাখা হয়েছে বলে কেন্দ্রীয় সূত্রে জানা গেছে।

ভোট গণনা বন্ধ থাকা কেন্দ্রগুলো হলো শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র।


সিনেট ভবনে ঢুকে হট্টগোল: ভিসিকে ‘জামায়াতি প্রশাসন’ বলল ছাত্রদল
দীর্ঘ প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে ক্যাম্পাসে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচন সংক্রান্ত এক বৈঠকে হঠাৎ প্রবেশ করে জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) নেতাকর্মীরা।

বৈঠকে ঢুকেই তারা উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের মুখোমুখি হয়ে বর্তমান প্রশাসনকে ‘জামায়াতি প্রশাসন’ আখ্যা দিয়ে স্লোগান শুরু করলে সভাকক্ষে হট্টগোল ও বিশৃঙ্খলা তৈরি হয়।


নিয়ম ভেঙে ভোট গণনার কক্ষে সাদিক কায়েম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনার সময় নিয়ম ভেঙে ভোটকক্ষে প্রবেশ করেছেন শিবির মনোনীত সহসভাপতি (ভিপি) প্রার্থী সাদিক কায়েম ও সদস্য প্রার্থী রায়হান উদ্দিন।


মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয় ক্লাবে এই ঘটনা ঘটেছে। সামাজিক মাধ্যমে তাদের ভোটকক্ষে অবস্থানের ছবি ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়।


ভোটকেন্দ্রে কারচুপি হয়েছে: ভিপি প্রার্থী আবিদুল
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রগুলোতে কিছু নেতিবাচক ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে শারীরিক শিক্ষা কেন্দ্রে এসএম হলের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আবিদুল ইসলাম বলেন, দুপুরের পর থেকে আমরা কারচুপির অভিযোগ পেয়েছি। নিজে অমর একুশে হলে গিয়ে প্রমাণ সংগ্রহ করেছি। কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে পোলাইটলি কথা বলেছি। তারা স্বীকার করেছে, কিছু ঘটনা ঘটেছে। রোকেয়া হলে থেকেও একই অবস্থা দেখা গেছে।

তিনি আরও বলেন, সকাল থেকে পোলিং এজেন্টদের বাধা দেয়া হয়েছে। ভোটকেন্দ্রের বাইরে প্যানেল শিট বিতরণ করতে গিয়ে বাধাগ্রস্ত হতে হয়েছে। রোকেয়া হলের পাঠচক্র বিষয়ক সম্পাদক পদপ্রার্থীকে কেবল কোড নম্বর বিতরণের কারণে ছাত্রত্ব শেষ করার হুমকি দেয়া হয়েছে।


রাত ১২টার মধ্যে ডাকসু নির্বাচনের ফলাফল: রিটার্নিং কর্মকর্তা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদগুলোর নির্বাচনের ফলাফল মঙ্গলবার রাত ১১টা থেকে ১২টার মধ্যে ঘোষণার আশাবাদ ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রব্বানী।

ভোটগণনা চলার সময় বিকেলে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমাদের অনুমান, ৮০ শতাংশেরও বেশি ভোট পড়েছে। রাত ১১টা থেকে রাত ১২টার মধ্যে ফলাফল প্রকাশ করা হবে’।


কারচুপির অভিযোগে ভোট বর্জন করলেন ভিপি প্রার্থী তাহমিন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট কারচুপি ও দলীয় আধিপত্য বিস্তারের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী তাহমিনা আক্তার। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে টিএসসিতে সাংবাদিকদের সামনে এই ঘোষণা দেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের এই প্রার্থী।
ভোট বর্জনের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘নির্বাচনে ভোট কারচুপি ও দলীয় আধিপত্য দেখছি। অমর একুশে হলে পোলিও অফিসার শিক্ষার্থীকে ব্যালট পেপার পূরণ করে দেয়ার ঘটনা ঘটছে আবার আমাদের ছয়জন পোলিং এজেন্ট রাখার জন্য কর্তৃপক্ষে তথ্য দেয়া হয়েছিল। কিন্তু তারা একজনকে দেয়নি।’

শিবিরের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ উমামার প্যানেলের
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদগুলোর চলমান নির্বাচনে ছাত্রশিবিরকে ভোটকেন্দ্রে ঢুকতে দেয়া হলেও বাকিদের না দেয়ার অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন উমামা ফাতেমার প্যানেল স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের প্রার্থীরা।

মঙ্গলবার বিকেল তিনটা ৪৫ মিনিটের দিকে সহ সভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমার নেতৃত্বে শিক্ষক-ছাত্র কেন্দ্রে (টিএসসি) বিক্ষোভ মিছিল বের হয়। ‘শিবির সমর্থিত নির্বাচন গ্রহণযোগ্য নয়’ এর মতো নানা স্লোগান দেন প্যানেলটির সদস্যরা।


জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল প্যানেল
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৩০ মিনিটে মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ তথ্য জানিয়েছেন।


ঢাবির প্রবেশপথ ও আশপাশে রাজনৈতিক কর্মীদের ভিড়
ডাকসু নির্বাচন বিকেল ৪টায় শেষ হয়েছে। এরইমধ্যে শিক্ষার্থীসহ বিভিন্ন প্যানেলের নেতাকর্মীরা সিনেট ভবনের সামনে অবস্থান নিয়েছেন। তবে এর বাইরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রবেশমুখ ও আশপাশের এলাকায় মানুষের উপস্থিতি ক্রমশ বাড়ছে। দুপুরের পর থেকে গণতন্ত্র ও মুক্তি তোরণে ২০০ থেকে ৩৫০ জন মানুষ জড়ো হয়েছেন। বকশিবাজার মোড়েও উপস্থিত আছেন অন্তত দুই শতাধিক মানুষ। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বিবিসি বাংলাকে জানিয়েছেন, উপস্থিতদের বেশিরভাগই বিএনপি বা জামায়াতের কর্মী ও সমর্থক।


ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদগুলোর নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত নিরবচ্ছিন্ন ভোটগ্রহণের পর শুরু হয়েছে গণনা।

প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন সুষ্ঠুভাবে ভোটগ্রহণে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘উৎসবপূর্ণ পরিবেশে শান্তিপূর্ণ ভোটগ্রহণে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। ফলাফল প্রকাশ পর্যন্ত ডাকসু নির্বাচন যদি মডেল স্থাপন করতে পারে, তাহলে তা সমগ্র দেশের জন্যও উদাহরণ হয়ে থাকবে’। শেষ রাতের দিকে ফলাফল ঘোষণার আশাবাদ ব্যক্ত করে কেন্দ্রগুলোর বাইরে এলইডি স্ক্রিনে ভোটগণনা সরাসরি প্রদর্শিত হচ্ছে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন।

সাদিক-ফরহাদের ব্যালটে আগে থেকে ক্রস চিহ্নের অভিযোগ আবিদুলের
ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেছেন, জামায়াত-শিবির সমর্থিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাদিক কায়েম ও এস.এম. ফরহাদের ব্যালট পেপারে আগে থেকেই ক্রস চিহ্ন দেয়া ছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই অভিযোগ করেন আবিদুল। তিনি বলেন, ‘এটি নির্বাচন প্রক্রিয়ার জন্য একটি উদ্বেগজনক লক্ষণ।’

ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হিসেবে বিবেচিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হিসেবে বিবেচিত হবে। নির্বাচনে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মঙ্গলবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।


ভোটগ্রহণ স্বাভাবিক, গুজবে কান না দেয়ার আহ্বান
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে টিএসসি কেন্দ্রে ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলছে। ভোট স্থগিত হওয়ার বিষয়ে যে গুজব ছড়িয়েছে, তাতে কান না দেয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এক বিবৃতিতে জানিয়েছেন যে ভোটগ্রহণ নির্বিঘ্ন ও স্বাভাবিকভাবে চলছে।


ডাকসুতে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহের সময় তরিকুল শিবলী (৪০) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। তিনি চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতরে এই ঘটনা ঘটে। তরিকুলের সহকর্মী সোহেল রানা জানান, কার্জন হলের ভেতরে সংবাদ লাইভে থাকার সময় তরিকুল শিবলী হঠাৎ অচেতন হয়ে পড়ে যান। এরপর তার সহকর্মীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।


ছাত্রশিবিরের বিরুদ্ধে ‘কারচুপি’র অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত সাদিক-ফরহাদ প্যানেলের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ পেয়েছে বলে জানিয়েছেন সহকারী প্রক্টর একে এম নুরে আলম। এর আগে কেন্দ্রীয় ছাত্র সংসদের ক্যারিয়ার বিষয়ক পদে স্বতন্ত্র প্রার্থী রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা অভিযোগ করেন, একজন ভোটারের ব্যালটে ইসলামী ছাত্রশিবিরের প্রার্থী সাদিক কায়েম এবং ফরহাদের নামের পাশে টিক চিহ্ন দেয়া ছিল।


ডাকসুর মধ্য দিয়ে নির্বাচনের ট্রেনে উঠল বাংলাদেশ: উপদেষ্টা ফারুকী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি তার ফেসবুক পেজে এক স্ট্যাটাসে লেখেন, ‘ডাকসুর মধ‍্য দিয়ে ইলেকশনের (নির্বাচন) ট্রেনে উঠে গেলো বাংলাদেশ।’ মঙ্গলবারসকাল ৮টায় ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরুর পরপরই ফেসবুক বার্তায় তিনি আরও লেখেন, ‘এরপর চলে আসবে জাতীয় নির্বাচনের ট্রেন। সবাইকে নির্বাচন মোবারক!’


বড় দলগুলোর প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ মেঘমল্লারের
ডাকসু নির্বাচনে বড় দলগুলোর প্রতি পক্ষপাতিত্ব করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাম ছাত্র সংগঠনগুলোর জোট প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু। তিনি বলেন, ‘আমরা যখন মাঠে নেমেছি, তখনই মেনে নিয়েছিলাম যে বড় দলগুলোর প্রতি কিছু পক্ষপাতিত্ব থাকবে। সে ধরনের কিছু অভিযোগ এরই মধ্যে আসছে।’

তিনি আরও বলেন, ‘কাঠামোগত কিছু বাধা আছে, কিন্তু ভোটাররা যদি বিপুল সংখ্যায় ভোট দিতে আসেন তাহলে কোনো কারসাজি বা ইঞ্জিনিয়ারিং সম্ভব হবে না। যদি ৪০ হাজার শিক্ষার্থী ভোট দিতে আসে তাহলে কতজনকে আপনি লিফলেট দিয়ে প্রভাবিত করতে পারবেন?’


টিএসসি কেন্দ্রে ৩ ঘণ্টায় ভোট ৩৫ শতাংশ

ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রথম তিন ঘণ্টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ভোট পড়েছে ৩৫ শতাংশ। এই কেন্দ্রে বেগম রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। কেন্দ্র প্রধান অধ্যাপক নাসরিন সুলতানা সাংবাদিকদের বলেন, সকাল ৮টা থেকে দুপুর ১১টা পর্যন্ত এই কেন্দ্রে ৩৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে। আমাদের কেন্দ্রে ১৯টি বুথে ভোটগ্রহণ চলছে। প্রতিটি বুথে অন্তত ১২০ জন ভোট দিয়েছেন। এই হিসাবে তিন ঘণ্টায় প্রায় ২ হাজার ২৮০ ভোট পড়েছে। তিনি জানান, টিএসসি কেন্দ্রে ভোটার সংখ্যা ৫ হাজার ৬৬৫ জন।


হুইলচেয়ারে করে ভোটকেন্দ্রে মেঘমল্লার বসু
হুইলচেয়ারে করে ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু। অসুস্থতার কারণে সম্প্রতি হাসপাতালে ভর্তি হওয়ার পর তার অস্ত্রোপচার হলেও নির্বাচনে অংশ নেয়া থেকে পিছপা হননি তিনি। মঙ্গলবার বেলা ১১টার দিকে একজন সহযোগীর সহায়তায় শারীরিক শিক্ষা ভোটকেন্দ্রে আসেন তিনি এবং নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট দেয়ার পর মেঘমল্লার বসু সাংবাদিকদের বলেন, ‘আমি আশা করি শিক্ষার্থীরা ব্যালটে প্রগতির পক্ষে রায় দেবেন।’


কার্জন হলের পোলিং অফিসারকে প্রত্যাহার
কার্জন হল কেন্দ্রে অমর একুশে হলের একটি বুথে ভোটারকে আগে থেকে পূরণকৃত ব্যালট সরবরাহ করায় পোলিং অফিসার ও অমর একুশে হলের কর্মকর্রতা জিয়াউর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি স্বীকার করে বলেন, এটি একটি অনিচ্ছাকৃত ভুল।


প্রোপাগান্ডার মাধ্যমে ভোট কমানোর অভিযোগ শামীমের
সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মসহ কয়েকটি গণমাধ্যমে ট্যাগিংয়ের মাধ্যমে, প্রোপাগান্ডার মাধ্যমে তাঁর ভোট কমানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।

শামীম হোসেন বলেন, কয়েকটি চিহ্নিত গণমাধ্যম, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম থেকে পরিকল্পিতভাবে তাঁকে ট্যাগিং করা হয়েছে। এটার আশঙ্কা তিনি আগেই করেছিলেন। এই প্রোপাগান্ডার মাধ্যমে তাঁর ভোট কমানোর চেষ্টা চলছে।


প্রথম দুই ঘণ্টায় পড়ল ১১০০ ভোট
ডাকসু ও হল সংসদ নির্বাচনে, মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, টিএসসি কেন্দ্রে ৭০০-এর বেশি এবং কার্জন হল কেন্দ্রে ৪০০-এর বেশি ভোট পড়েছে। ভোট দিতে আসা শিক্ষার্থীরা জানান, দ্রুত ও স্বাচ্ছন্দ্যে ভোট দিতে তারা সকাল সকাল কেন্দ্রে এসেছেন।


জয়ের ব্যাপারে আশাবাদী উমামা
ডাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ সভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা বলেছেন, ভোটে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। উমামা ফাতেমা বলেন, 'আমরা ভোটারদের থেকে ভালো সাড়া পাচ্ছি। শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে ভোট দিচ্ছেন। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।' তিনি বলেন, 'আমরা চাই সঠিকভাবে যেন নির্বাচন সম্পন্ন হয় এবং সেই অনুযায়ী ফলাফল চাই।'


শিক্ষার্থীরা যে রায় দিবেন সেটাই মেনে নিতে হবে: বাকের
ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা যে রায় দেবেন, তা প্রার্থীদের মেনে নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ এর সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আবু বাকের মজুমদার। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা যে রায় দেবে, তা মেনে নিতে হবে। এটাই যৌক্তিক এবং এর বাইরে কিছু হওয়ার সুযোগ নেই।’ নির্বাচনের সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে বাকের বলেন, ভোটের প্রচার শুরুর দিন থেকে এখন পর্যন্ত আনন্দময় পরিবেশ আমরা উপভোগ করেছি। ভোটাররা আগ্রহ নিয়ে ভোট দিতে এসেছেন। আমরা আশা করছি, শিক্ষার্থীরা যোগ্য ব্যক্তিকে নেতৃত্বে আনবেন।


আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ভিপি প্রার্থী আবিদুলের বিরুদ্ধে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের শুরু থেকেই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের বিরুদ্ধে। নিয়ম ভেঙে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে ঢুকে পড়েন তিনি। এই কেন্দ্রে জগন্নাথ হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন।

এ সময় কেন্দ্রের বাইরে আবিদের কর্মী সমর্থকদের ভোট প্রার্থনা ও প্রচারপত্র বিলি করতেও দেখা যায়। এতে উপস্থিত কয়েকজন ভোটার বিরক্তি প্রকাশ করেন।


শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে: পুলিশ
ডাকসু নির্বাচনে সবাই নির্বিঘ্নে ভোট দিচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনারের (ডিসি) মাসুদ আলম। তিনি বলেন, ‘শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে, সবাই নির্বিঘ্নে ভোট দিচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। বহিরাগত কেউ কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছে বলে জানান তিনি।


আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ কাদেরের
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ছাত্রদল ও ছাত্রশিবিরসহ বিভিন্ন ছাত্র সংগঠনের বিরুদ্ধে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) সমর্থিত ভিপি প্রার্থী আব্দুল কাদের এই অভিযোগ করেছেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আব্দুল কাদের বলেন, ‘শিক্ষার্থীদের অংশগ্রহণ ভালো আছে। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মনে হচ্ছে। কিন্তু কিছু অসঙ্গতিও দেখলাম। কয়েকজন প্রার্থী অভিযোগ করেছেন যে, তাদের এজেন্টদের বের করে দেয়া হয়েছে। আর বিশৃঙ্খল পরিবেশও দেখেছি। ১০০ গজের মধ্যে স্লিপ কিংবা টোকেন দেয়া যাবে না। কিন্তু এমন শৃঙ্খলা মানা হয়নি। তবে নির্বাচন কমিশন ঠিক থাকলে ভালো কিছু সম্ভাবনা আছে।’


ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু
ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণে, উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয় এবং এটি বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এই নির্বাচনে এবার প্রথমবারের মতো অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) প্রযুক্তিনির্ভর ছয় পৃষ্ঠার ব্যালট ফর্ম ব্যবহার করা হচ্ছে। প্রতিটি ভোটার একটি করে ছয় পৃষ্ঠার ফর্ম পাবেন, যার মধ্যে পাঁচ পৃষ্ঠা থাকবে কেন্দ্রীয় সংসদের জন্য এবং একটি পৃষ্ঠা বরাদ্দ থাকবে হল সংসদের জন্য। ব্যালটে প্রার্থীর নাম, ব্যালট নম্বর, পদবি ও ভোট প্রদানের জন্য নির্ধারিত ঘর থাকবে।


প্রার্থী ও ভোটার সংখ্যা
এই নির্বাচনে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ডাকসুর ২৮টি কেন্দ্রীয় পদে। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদের জন্য ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদের জন্য ১৯ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদের জন্য ২৫ জনসহ বিভিন্ন বিভাগীয় দায়িত্বের জন্য প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ১৮টি হল সংসদে নির্বাচন হবে ১৩টি করে পদে। হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১ হাজার ৩৫ জন। অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের ৪১টি ভোট দিতে হচ্ছে। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা প্রায় ৩৯ হাজার ৮০০। এর মধ্যে ছাত্র প্রায় ২০,৮০০ এবং ছাত্রী প্রায় ১৮,৯০০ জন।

ভোটকেন্দ্রের নিয়ম
ভোটকেন্দ্রে প্রবেশে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ব্যাগ ও তরল জাতীয় পদার্থ নিষিদ্ধ করা হয়েছে। পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণে রয়েছে সিসিটিভি ক্যামেরা, আর ভোট গণনার দৃশ্য সরাসরি প্রচার হচ্ছে বড় এলইডি পর্দায়। নির্বাচনকে শান্তিপূর্ণ রাখতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মোতায়েন করেছে দুই হাজারেরও বেশি পুলিশ সদস্য। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা ও প্রশাসন সার্বক্ষণিক তদারকিতে আছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ