Views Bangladesh Logo

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ মঙ্গলবার (২০ জানুয়ারি)। তপশিল অনুযায়ী আগামীকাল বুধবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন (ইসি)। এরপর বৃহস্পতিবার থেকে পুরোদমে নির্বাচনী প্রচারণা শুরু হবে।

ইসি সূত্রে জানা গেছে, এবার সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তাদের বাছাইয়ে ৭২৩টি মনোনয়নপত্র বাতিল হয়। এসব সিদ্ধান্তের বিরুদ্ধে নির্ধারিত সময়ে ৬৪৫টি আপিল জমা পড়ে। আপিল শুনানি শেষে ৪১৯ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান। তবে বাছাইয়ে বৈধ হলেও আপিলে ছয় জনের মনোনয়ন বাতিল হয়েছে।

আজ প্রার্থিতা প্রত্যাহারের পর আগামীকাল চূড়ান্ত প্রার্থীর সংখ্যা জানা যাবে এবং ইসি প্রতীক বরাদ্দ দেবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ