ভাষাসৈনিক আহমদ রফিক মারা গেছেন
প্রবীণ ভাষাসৈনিক ও গবেষক আহমদ রফিক আর নেই। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১০টা ১২ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।
হাসপাতাল কর্তৃপক্ষ ভেন্টিলেশন সাপোর্ট তুলে নেয়ার পরই তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন সাংস্কৃতিক কর্মী দীপান্ত রায়হান।
গত ১১ সেপ্টেম্বর তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে আগস্টে দু’বার তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
চিকিৎসকদের বরাত দিয়ে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি জটিলতা, অ্যালঝেইমারস, পারকিনসন্স, ইলেকট্রোলাইটের অসামঞ্জস্য, বেডসোর ও ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন।
আহমদ রফিক ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে জন্মগ্রহণ করেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নেন এবং সে সময় বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষার্থীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন। ১৯৫৪ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে তিনি এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। তবে চিকিৎসা পেশা বেছে না নিয়ে সাহিত্যচর্চা ও গবেষণাকেই জীবনের প্রধান পথ হিসেবে গ্রহণ করেন।
ভাষা আন্দোলনে তার অবদান এবং সাহিত্যচর্চায় অগ্রণী ভূমিকার জন্য আহমদ রফিক বাঙালি জাতির স্মৃতিতে চিরস্থায়ী হয়ে থাকবেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে