উদ্বোধনের একদিন পরেই ভাসানী সেতুর ল্যাম্পপোস্টের তার চুরি
গাইবান্ধায় সদ্য উদ্বোধন হওয়া মওলানা ভাসানী সেতুর ল্যাম্পপোস্টের বৈদ্যুতিক তার চুরি হয়ে গেছে। এতে পুরো সেতুটি অন্ধকারে ডুবে যাওয়ায় পথচারী ও যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী বলেন, সেতুটি উদ্বোধনের পরদিনই সেতুর ল্যাম্পপোস্টের ৩১০ মিটার তার রাতেই চুরি হয়ে গেছে। তার মূল্য প্রায় ৫ লাখ টাকা হতে পারে।
তিনি বলেন, “দোষীদের শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে বিদ্যুৎ পুনঃসংযোগের কাজ চলছে। এর পাশাপাশি সেতুর নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা দেয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।’
স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের অভিযোগ, সূর্যাস্তের পর সেতুতে আলো না থাকায় চলাচলে অসুবিধা হচ্ছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়েছে। তাদের দাবি, দ্রুত ল্যাম্পপোস্টে নতুন বিদ্যুৎ সংযোগ দিয়ে সেতুটি আবার আলোকিত করা হোক। এছাড়া ভবিষ্যতে এ ধরনের চুরি বা নাশকতার ঘটনা রোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
এ ব্যাপারে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, ‘চুরি-সংক্রান্ত অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। দুর্বৃত্তদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
উল্লেখ্য, গত ২০ আগস্ট সেতুটি উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া। উদ্বোধনের পর থেকেই প্রতিদিন হাজারো মানুষ ঘুরতে আসায় সেতুটি দ্রুত জনপ্রিয় স্থান হিসেবে পরিচিতি পায়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে