Views Bangladesh Logo

কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসে আগুন

কুষ্টিয়ার সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে অফিস ভবনের পেছনের একটি জানালার কাঁচ ভেঙে ভেতরে আগুন দেওয়া হয়।

খবর পেয়ে সকাল সাড়ে নয়টার দিকে জেলা প্রশাসক ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সকাল ১০টার দিকে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে তিনি একটি জরুরি রুদ্ধদ্বার বৈঠক করেন।

নির্বাচন অফিসের নিরাপত্তারক্ষী রাজ্জাক জানান, ঘটনার সময় তিনি ভবনের দ্বিতীয় তলায় ছিলেন। ধোঁয়ার গন্ধ পেয়ে নিচে নেমে আগুন দেখতে পান এবং পাশে থাকা পানি দিয়ে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন।

জেলা নির্বাচন অফিসের হিসাবরক্ষক মো. আসাদুজ্জামান বলেন, যে কক্ষে আগুন দেওয়া হয়েছে সেটি সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোররুম, যেখানে ভোটারদের গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করা হয়। অগ্নিকাণ্ডে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আগুন লাগার কারণ ও দায়ীদের শনাক্তে তদন্ত চলছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ