Views Bangladesh Logo

জুলাই অভ্যুত্থান নিয়ে ‘কটূক্তি’ করা সেই পুলিশ সদস্য বরখাস্ত

 VB  Desk

ভিবি ডেস্ক

কুষ্টিয়ায় জুলাই অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কটূক্তিমূলক’ পোস্ট দেয়ার অভিযোগে ফারজুল ইসলাম রনি নামে ট্রাফিক পুলিশের এক সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন।

ওসি জানান, গত ১ জুলাই বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে জুলাই আন্দোলনকে অবমাননাকর একটি পোস্ট দেন কনস্টেবল রনি। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ছাত্রসমাজ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায়। তারা বিক্ষোভ মিছিল বের করে এবং কুষ্টিয়া-মেহেরপুর সড়ক অবরোধ করে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।

ঘটনার পর পরই রনিকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয় এবং গঠিত হয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি। এরপর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান ওসি মোশাররফ। তিনি আরও জানান, রনি ছুটিতে থাকা অবস্থায় ওই পোস্ট দেন এবং এখন আত্মগোপনে রয়েছেন।

কুষ্টিয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক শেখ শাহাদাত আলী জানান, ফারজুল ইসলাম রনি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দহকুলা গ্রামের বাসিন্দা। ২০২৩ সালের ১৩ জুলাই থেকে তিনি কুষ্টিয়া ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ