Views Bangladesh Logo

জয়পুরহাটে কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক

য়পুরহাটে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের একটি বগি লাইনচ্যুতের ঘটনায় উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল প্রায় ৫ ঘণ্টা। তবে উদ্ধার অভিযান শেষে সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

সোমবার ভোররাত পৌনে ৪টার দিকে জয়পুরহাটের আক্কেলপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণে ভদ্রকালীর কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পাওয়ার কার লাইনচ্যুত এবং আরও কয়েকটি বগি ঘটনাস্থলে রেখে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি পাঁচটি বগি নিয়ে জয়পুরহাট স্টেশনের দিকে চলে যায়।

এ ঘটনায় সকাল ৮টার দিকে পার্বতীপুর থেকে একটি রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়, যার ফলে যাত্রীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, লাইনচ্যুত পাওয়ার কারটি ট্রেনের ইঞ্জিন ও পেছনের বগিগুলোর মাঝখানে ছিল। হোলহোলিয়া রেলওয়ে ব্রিজের প্রায় ১ দশমিক ৫ কিলোমিটার আগে হঠাৎ বগিটি লাইনচ্যুত হয়। এ সময় ধোঁয়া ও পোড়া গন্ধ ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তারা পাওয়ার কারের দায়িত্বে থাকা কর্মীদেরকে বিষয়টি জানান। এরপর লাইনচ্যুতির স্থান থেকে প্রায় ১ দশমিক ৫ কিলোমিটার দূরে ভদ্রকালীর কাছে ট্রেনটি থামানো হয় এবং বাকি বগিগুলো নিয়ে ট্রেনটি যাত্রা করে। এই ঘটনায় রেললাইনের স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে।

লাইনচ্যুতির বিষয়টি নিশ্চিত করে সান্তাহার জংশনের স্টেশন মাস্টার খাদিজা খাতুন বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেসের একটি পাওয়ার কার লাইনচ্যুত হয়েছে। পাঁচটি বগি নিয়ে ট্রেনটি জয়পুরহাটে অবস্থান করছে। এদিকে পঞ্চগড় এক্সপ্রেস ও সীমান্ত এক্সপ্রেসসহ অন্যান্য ট্রেন সান্তাহারে আটকে ছিল। রিলিফ ট্রেন লাইনচ্যুত কোচটি সরিয়ে নেয়ার পর এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ