বাংলাদেশ-চীন-পাকিস্তান একসঙ্গে কাজ করবে ১২ খাতে, কুনমিং বৈঠকে ঐকমত্য
বাংলাদেশ, চীন ও পাকিস্তান ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিয়ে ১২টি গুরুত্বপূর্ণ খাতে একযোগে কাজ করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। সম্প্রতি চীনের কুনমিংয়ে অনুষ্ঠিত এই বৈঠকের পর বুধবার (৯ জুলাই) ঢাকায় এক সেমিনারে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত 'চায়না-বাংলাদেশ শিল্প ও সরবরাহ চেইন সহযোগিতা' শীর্ষক সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।সেমিনারটির আয়োজন করে বাংলাদেশে চীনা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ‘চায়নিজ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি)’।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, কুনমিং বৈঠকে তিন দেশ বাণিজ্য, শিল্প, পরিবেশ, পানিসম্পদ ব্যবস্থাপনা, সংস্কৃতি ও আরও কয়েকটি খাতে একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে। তিনি বলেন, 'এই ত্রিপক্ষীয় অংশীদারত্বের ভিত্তি হচ্ছে পারস্পরিক আস্থা। এবং এই বৈঠকের লক্ষ্য কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে নয়।'
মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির প্রেক্ষিতে রাষ্ট্রদূত বলেন, 'চীন নিজের স্বার্থ রক্ষায় পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশকেও এখন থেকেই সুরক্ষামূলক কৌশল গ্রহণের কথা ভাবা উচিত।' বাংলাদেশের চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে এক প্রশ্নে ইয়াও ওয়েন আশাবাদ ব্যক্ত করে বলেন, 'বাংলাদেশের এই অস্থিরতা মোকাবিলার সক্ষমতা আছে।'
সম্প্রতি জামায়াতে ইসলামীর প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠক প্রসঙ্গে ইয়াও ওয়েন জানান। তিনি বলেন, 'চীন চায় জামায়াতে ইসলামীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির সহযোগিতা বৃদ্ধি পাক।' তবে এই বৈঠকে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে কোনো আলোচনা হয়নি বলে তিনি স্পষ্ট করেন। 'নির্বাচন বাংলাদেশ সরকারের একান্ত অভ্যন্তরীণ বিষয়'- বলে মন্তব্য করেন তিনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে