‘কবজিকাটা গ্রুপ’-এর প্রধান সহযোগী টুন্ডা বাবু গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত ‘কবজিকাটা গ্রুপ’-এর প্রধান সহযোগী এবং কিশোর গ্যাং নেতা মো. বাবু খান ওরফে টুন্ডা বাবুকে (৩১) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-২ এর অধিনায়ক মোহাম্মদ খালিদুল হক হাওলাদার। তিনি জানান, বুধবার (২ জুলাই) গোপালগঞ্জের কাশিয়ানী এলাকা থেকে টুন্ডা বাবুকেআটক করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবু স্বীকার করেছেন, মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী আনোয়ার ওরফে কবজিকাটা আনোয়ারের প্রধান সহযোগী তিনি। আনোয়ারের নির্দেশে মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, জমি দখল, চুরি, ছিনতাই, ডাকাতি এবং হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন তিনি।
র্যাব কর্মকর্তা আরও জানান, দিনের বেলায় তারা ছোট ছোট দলে ভাগ হয়ে কম জনসমাগমপূর্ণ এলাকায় পথচারীদের জিম্মি করে টাকা, মুঠোফোন, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই করত। গভীর রাতে বাসাবাড়ি ও ফ্ল্যাটে ঢুকে অস্ত্রের মুখে ডাকাতিও চালাত। এছাড়া বিভিন্ন সড়কে গাড়ি থামিয়ে লুটপাট করত। এ ছাড়া মাদক কারবারেও জড়িত ছিল বাবু ও তার গ্যাং।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৮ ফেব্রুয়ারি রাজধানীর শ্যামলী হাউজিংয়ের ২ নম্বর প্রজেক্ট এলাকায় বাবুকে কিশোর গ্যাংয়ের সদস্যদের সঙ্গে ধারালো অস্ত্র হাতে শোডাউন দিতে দেখা যায়। ওই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর ২৪ ফেব্রুয়ারি র্যাব তাকে গ্রেপ্তার করে। তবে ৫ মে জামিনে মুক্ত হয়ে আবারও পুরনো সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেন তিনি।
অবশেষে বুধবার গোপালগঞ্জের কাশিয়ানী থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে