মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দিলো কলকাতা নাইট রাইডার্স
ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিয়েছে। শনিবার এক বিবৃতিতে (৩ জানুয়ারি) কলকাতার ফ্র্যাঞ্চাইজিটি আনুষ্ঠানিকভাবে এ বিষয়টি নিশ্চিত করে।
কলকাতা নাইট রাইডার্সের বিবৃতিতে বলা হয়েছে, আইপিএলের পরবর্তী পর্বের আগে বিসিসিআই মোস্তাফিজকে ছাড়ার নির্দেশ দিয়েছে। ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, বিসিসিআইয়ের নির্দেশ অনুযায়ী যথাযথ প্রক্রিয়া মেনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আইপিএলের নিয়ম অনুযায়ী তারা একজন বদলি খেলোয়াড় নিতে পারবে।
আইপিএলের নিলামে মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায় শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা। বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর নিপীড়নের অভিযোগ তুলে আইপিএল থেকে মোস্তাফিজকে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন করে আসছিল ভারতের কট্টর হিন্দুত্ববাদী কিছু সংগঠন।
বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, ‘দেশজুড়ে সৃষ্ট অস্থিরতার কারণে কেকেআরকে একজন ক্রিকেটার ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মোস্তাফিজের বিকল্প হিসেবে যে কোনো ক্রিকেটার নেওয়ার অনুমতি ফ্র্যাঞ্চাইজিকে দেওয়া হয়েছে।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে