জিম্বাবুয়েকে ইনিংস ও ৩৫৯ রানে হারিয়ে নিউজিল্যান্ডের বিশাল জয়
বুলাওয়েতে দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও ৩৫৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড।
প্রথম ইনিংসে ব্যাট হাতে রেকর্ড গড়ে কিউইরা। ৩ উইকেটে ৬০১ রান তুলে ইনিংস ঘোষণা করে তারা। ডেভন কনওয়ে ১৫৩, রাচিন রবীন্দ্র অপরাজিত ১৬৫ ও হেনরি নিকোলস অপরাজিত ১৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।
বল হাতেও ছিল সমান দাপট। অভিষিক্ত জাকারি ফোল্কস দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটসহ ম্যাচে মোট ৯ উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ে গুটিয়ে যায় মাত্র ১১৭ রানে, ফলে বড় ব্যবধানে হেরে যায় তারা। এটি নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে তৃতীয় সর্বোচ্চ জয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে