Views Bangladesh Logo

আজ দেশজুড়ে মুক্তি পাচ্ছে ‘খিলাড়ি’

জ দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত সিনেমা ‘খিলাড়ি’, যেখানে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জারা জামান ও চিত্রনায়ক শাহেনশাহ। ছবিটি পরিচালনা করেছেন শফিউল্লাহ এবং দেশের ১৫টিরও বেশি সিনেমা হলে একসঙ্গে মুক্তি পাচ্ছে।

শফিউল্লাহ জানান, ‘খিলাড়ি’ মূলত একটি বাণিজ্যিক বিনোদনধর্মী ছবি। এতে অ্যাকশন, আবেগ এবং চমক সবই রাখা হয়েছে, যা দর্শকদের জন্য নতুন ধরনের ভিজ্যুয়াল অভিজ্ঞতা উপস্থাপন করবে। ছবির শুটিং হয়েছে বাগেরহাট, খুলনা, বান্দরবান, খাগড়াছড়ি এবং কক্সবাজারের মনোমুগ্ধকর লোকেশনে।

পরিচালক আরও জানান, গল্পের গতি এবং চরিত্রের আবহ বজায় রাখতে প্রতিটি লোকেশন নির্বাচিত হয়েছে বিশেষ পরিকল্পনার মাধ্যমে।

প্রধান অভিনেত্রী জারা বলেন, 'খিলাড়ি’ আমার জন্য বড় চ্যালেঞ্জ। গ্ল্যামার ও অ্যাকশন—দুটি দিকেই দর্শক আমাকে দেখতে পারবেন। চরিত্রটি আমাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। সর্বোচ্চ দিয়ে কাজ করেছি, এখন অপেক্ষা দর্শকদের প্রতিক্রিয়ার।

চিত্রনায়ক শাহেনশাহ বলেন, ছবিটি আমার ক্যারিয়ারে বিশেষ স্থান দেবে। একজন সাধারণ মানুষের সংগ্রাম, দায়িত্ববোধ ও আবেগ সবই এতে ফুটে উঠেছে। দর্শক অ্যাকশন ও আবেগ একসঙ্গে উপভোগ করতে পারবেন।

ছবিতে আরও অভিনয় করেছেন নানা শাহ, উজ্জ্বল, ইভা রহমান, শামসুল হাদি, আকাশ, আলী, আনোয়ার হোসেন, তানভীর শেখসহ অনেকে। সংগীত পরিচালনা করেছেন তানিয়া অহিদ, গানগুলো পরিবেশন করেছেন বেলি আফরোজ, মম রহমান ও শারমিন আক্তার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ