Views Bangladesh Logo

খেলাঘরের রবীন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তী উদযাপন

 VB  Desk

ভিবি ডেস্ক

ভাই-বোন ও সংগঠকদের গান-কবিতা ও নৃত্যে এবং আলোচনা সভায় রবীন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তী উদযাপন করেছে কেন্দ্রীয় খেলাঘর আসর।

রাজধানীর নিউ ইস্কাটনের নিজস্ব কার্যালয়ে শনিবারের (২৬ জুলাই) এই আয়োজনে সভাপতিত্ব করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. মাখদুমা নার্গিস রত্না। অতিথি ছিলেন লেখক, শিশুসাহিত্যিক ও আরব-বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যান কায়জার এ চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক কাজল বন্দোপাধ্যায়।


আলোচনা করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক নিরঞ্জন অধিকারী, সাধারণ সম্পাদক প্রণয় সাহা, সদস্য প্রকৌশলী অমল নাগ ও ড. শাহাদাৎ হোসেন নিপু।


সম্পাদকমণ্ডলীর সদস্য অনিকেত আচার্য্য ও গোবিন্দ বাগচীর সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ নেন সভাপতিমণ্ডলীর সদস্য হান্নান চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাহাবুল ইসলাম বাবু, সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুনীল সরকার মিন্টু, সম্পাদকমণ্ডলীর সদস্য প্রবীর সাহা, অশোকেশ রায় ও নসরু কামাল খান, সদস্য সামিনা জাহান, অরফিয়াস চৌধুরী, জাহাঙ্গীর আদেল প্রমুখ।

পরে শিল্পী সাহার পরিচালনায় কবিতা, গান ও নৃত্যানুষ্ঠান পরিবেশন করেন শিশু-কিশোর, অভিভাবক ও খেলাঘরের সংগঠকরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ