Views Bangladesh Logo

‘খালপাড় ২ নম্বর ব্রিজ’ ছাড়া কিছুই বলতে পারছে না রাফিয়া

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় আহত হয়ে মাইলস্টোন স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী রাফসি আক্তার রাফিয়া উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আছে। ‘খালপাড় ২ নম্বর ব্রিজ’ ছাড়া আর কিছুই বলতে পারছে না শিশুটি।

সোমবার বিকেলে এক গণমাধ্যমকর্মী বিষয়টি ফেসবুক পোস্টে জানান। পোস্টে তিনি লেখেন, Rafsi Akter Rafia, Class:Four, Code:2357, Milestone school& collage। ‘খালপার ২ নম্বর ব্রিজ’ আর তেমন কিছু বলতে পারছে না। রাফিয়ার মা-বাবার কাছে পৌঁছাতে সাহায্য করেন। বর্তমানে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আছে।

সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।

দুর্ঘটনায় নিহতের সংখ্যা কত তা এখনো পরিষ্কার নয়। তবে বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিস জানিয়েছে এ ঘটনায় ১৯ জন নিহত হয়েছে।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ