খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদার।
তিনি বর্তমানে হাসপাতালের একটি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। ডা. শাহাবুদ্দিন তালুকদার মঙ্গলবার সকালে (২৫ নভেম্বর) এভারকেয়ার হাসপাতালে গণমাধ্যমকে এ তথ্য জানান।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের বরাতে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে খালেদা জিয়া বর্তমানে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে আছেন এবং আগের তুলনায় তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
গুলশানের বাসভবন ফিরোজা থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রোববার রাতে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। মেডিকেল বোর্ডের সুপারিশে তাকে প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসের সমস্যা এবং চক্ষু জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে