খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি: ডা. জাহিদ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ডা. জাহিদ বলেন, দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বর্তমানে খালেদা জিয়া সিসিইউ সুবিধাসংবলিত একটি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।
গত কয়েক দিনের তুলনায় এখন তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আজ তাকে একটি চিকিৎসা-সংক্রান্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে, যা তিনি গ্রহণ করতে পেরেছেন। চিকিৎসকেরা তার সুস্থ হয়ে ওঠার ব্যাপারে আশাবাদী।
তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের সদস্যরা সার্বক্ষণিকভাবে খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর রাখছেন।
দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে