খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে গায়েবানা জানাজা
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা ও উপজেলায় বিএনপি নেতাকর্মী, সমর্থক এবং সর্বস্তরের সাধারণ মানুষ এসব জানাজায় অংশ নেন।
বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে বিকেল সাড়ে ৩টায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে মুসল্লিরা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত গায়েবানা জানাজায় অংশ নেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও এতে উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটিতে ঢাকায় অনুষ্ঠিত জানাজার সরাসরি সম্প্রচার এলইডি টিভির মাধ্যমে দেখানো হয়। টেলিভিশনে সম্প্রচারিত জানাজার সঙ্গে একাত্মতা প্রকাশ করে জেলা বিএনপির উদ্যোগে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ গায়েবানা জানাজায় অংশ নেন।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ বড় খেলার মাঠে দুপুর আড়াইটায় উপজেলা বিএনপির উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বাদ জোহর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মাওলানা নাহিদুল ইসলাম। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ এতে অংশ নেন।
রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে বাদ যোহর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন নজিরহাট বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. হামিদুল ইসলাম। মহানগর বিএনপি ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাসহ দুই হাজারের বেশি নেতাকর্মী এতে অংশ নেন।
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ মাঠে দুপুরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পঞ্চগড়ের বোদা উপজেলায় বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বাদ যোহর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সর্বস্তরের মানুষ অংশ নেন এবং শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে