Views Bangladesh Logo

জনজোয়ারে অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার জানাজা

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টা ৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা তথা মানিক মিয়া এভিনিউয়ে লাখো মানুষের উপস্থিতিতে জানাজা সম্পন্ন হয়।

জানাজার ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক। সাবেক প্রধানমন্ত্রীর জানাজায় অংশগ্রহণ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ বিভিন্ন বাহিনীর প্রধান এবং দেশের সব রাজনৈতিক দলের শীর্ষ নেতারা জানাজায় উপস্থিত ছিলেন।

আপসহীন নেত্রীকে শেষ বিদায় জানানোর জন্য সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া এভিনিউতে শোকার্ত মানুষের ঢল নামে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও জানাজায় যোগ দেন। তাদের চোখে-মুখে দেশনেত্রীকে হারানোর বেদনা স্পষ্ট দেখা যায়।

জানাজার পর বেগম খালেদা জিয়াকে তার স্বামী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

গতকাল মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন খালেদা জিয়া। তার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি বুধবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। বিএনপি সাতদিনের শোক কর্মসূচি পালন করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ