Views Bangladesh Logo

বিশ্ব গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা

 VB  Desk

ভিবি ডেস্ক

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শেষ হলো বাংলাদেশের এক রাজনৈতিক অধ্যায়ের। স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর বেগম জিয়া বাংলাদেশের রাজনীতিতে পদার্পণ করে গণতন্ত্র এবং দেশের স্বার্থে কাজ করে গেছেন। দীর্ঘদিন হাসপাতালে থাকার পর গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যবরণ করেন। পরদিন বুধবার (৩১ ডিসেম্বর) তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়। সাবেক প্রধানমন্ত্রীকে শেষ বিদায় জানাতে মানুষের এই বিপুল সমাগম আন্তর্জাতিক সংবাদমাধ্যমেরও দৃষ্টি আকর্ষণ করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শিরোনাম করেছে, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় মর্যাদার জানাজায় মানুষের শোক।’
কাতারভিত্তিক আলজাজিরা লিখেছে, ‘শোকাহত বাংলাদেশে খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজায় বিপুল জনতার সমাগম।’
তুরস্কের টিআরটি উল্লেখ করেছে, ‘রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়াকে বিদায় জানাল বাংলাদেশ।’
ফরাসি বার্তাসংস্থা এএফপি লিখেছে, ‘রাষ্ট্রীয় জানাজায় খালেদা জিয়ার জন্য বাংলাদেশের শোক।’

মালয়েশিয়ার সরকারি বার্তাসংস্থা বার্নামা জানায়, ‘খালেদা জিয়ার জানাজায় লাখো মানুষ, স্বামীর পাশে সমাহিত।’
পাকিস্তানি ইংরেজি সংবাদমাধ্যম দ্য ডন লিখেছে, ‘হতদের নেতৃত্বে তারেক রহমান। খালেদা জিয়াকে ঢাকায় দাফন।’

চীনের বার্তাসংস্থা সিনহুয়া জানায়, ‘ প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ।’
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান লিখেছে, ‘একটি যুগের অবসান : নিজেদের প্রথম নারী প্রধানমন্ত্রীকে সমাহিত করল বাংলাদেশ।’

ফরাসি সংবাদমাধ্যম লঁ মন্ত লিখেছে, ‘খালেদা জিয়ার শেষ বিদায় : হাজার হাজার মানুষ গেলো তার কফিনের পেছনে।’

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি শিরোনাম করেছে, ‘খালেদা জিয়ার শেষ বিদায় : স্বামীর পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ