Views Bangladesh Logo

খালেদা জিয়ার সাজা ছিল প্রহসন, কারাগারে নির্যাতন করা হয়েছে: আইন উপদেষ্টা

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দেওয়া সাজাকে প্রহসনমূলক আখ্যা দিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, তাঁকে কারাগারে পাঠিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছিল। ব্যক্তিগতভাবে তিনি মনে করেন, খালেদা জিয়ার মৃত্যুর পেছনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের দায় রয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইন উপদেষ্টা।

সংবাদ সম্মেলনে আসিফ নজরুল বলেন, খালেদা জিয়াকে একটি সম্পূর্ণ সাজানো ও উদ্দেশ্যপ্রণোদিত রায়ের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল। তিনি দাবি করেন, খালেদা জিয়াকে যে মামলায় দোষী সাব্যস্ত করা হয়, তা যে প্রহসনমূলক ছিল, সেটি সর্বোচ্চ আদালতের আপিল ও রিভিউ প্রক্রিয়ার মধ্য দিয়েই প্রমাণিত হয়েছে।

তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে বারবার উল্লেখ করা হয়েছে যে বেগম জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসা ও জিঘাংসা থেকে দণ্ড দেওয়া হয়েছিল। কারাগারে বিভিন্ন সময়ে যে নির্যাতনের শিকার তিনি হয়েছেন, তা না হলে হয়তো তাঁকে হারাতে হতো না বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা।

ব্যক্তিগত মতামত তুলে ধরে আসিফ নজরুল বলেন, 'আমি মনে করি, বেগম খালেদা জিয়ার এই মৃত্যুর পেছনে ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর সরকারের অবশ্যই দায় রয়েছে।'

খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে অন্তর্বর্তী সরকারের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যা করার ছিল, তা করা হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ব্যক্তিগতভাবে তাঁর চিকিৎসার খোঁজখবর রেখেছেন। তিনি বলেন, খালেদা জিয়াকে যদি আবার বিদেশে পাঠানোর মতো অবস্থা থাকত, তাহলে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হতো।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ