দেশে আসছেন জোবাইদা রহমান, লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়াকে
উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে ব্রিফিংয়ে তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, খালেদা জিয়াকে কাতারের ব্যবস্থাপনায় পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে বৃহস্পতিবার গভীর রাত অথবা শুক্রবার সকালে লন্ডনে নেওয়া হতে পারে। এ সময় তার সঙ্গে ১৪ জন চিকিৎসক থাকবেন।
এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও চিকিৎসক জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। তিনি ঢাকায় পৌঁছে খালেদা জিয়ার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করবেন এবং অবস্থা অনুকূল থাকলে তার সঙ্গেই লন্ডন যাত্রা করবেন বলে জানা গেছে।
বিএনপির আনুষ্ঠানিক অনুরোধের পর কাতার এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি জানিয়েছে। গত ২৯ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাতারের রাষ্ট্রদূত সেরাইয়া আলি আল কাহতানির কাছে এ-সংক্রান্ত অনুরোধপত্র জমা দেন। বৃহস্পতিবার সকালে এ বিষয়ে আনুষ্ঠানিক অনুমোদন আসে।
তার চিকিৎসায় সহায়তা করতে ব্রিটিশ বিশেষজ্ঞ ড. রিচার্ড বেল এবং চীনের চারজন চিকিৎসা বিশেষজ্ঞ বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।
গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট ও ফুসফুসের সংক্রমণ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। রোববার অবস্থার অবনতি হওয়ায় তাকে এসডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়। তবে গত ২৪ ঘণ্টায় তার অবস্থাকে চিকিৎসকরা ‘স্থিতিশীল’ হিসেবে বর্ণনা করছেন।
অন্যদিকে, তাকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণার পর হাসপাতাল এলাকাজুড়ে নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে এসএসএফ ও পিজিআর সদস্যদের।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে