বগুড়ায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়নপত্র দাখিল
বগুড়ায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতার মনোনয়ন ফরম জমা দেওয়া হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মো. হেলালুজ্জামান তালুকদার লালু ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা পৃথকভাবে মনোনয়ন দুটি জমা দেন।
দলীয় সূত্রে জানা গেছে, গতকাল ২৮ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ (সদর) নির্বাচনী আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়নপত্রে স্বাক্ষর করে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার কাছে হস্তান্তর করেন।
এর আগে, গত ২৭ ডিসেম্বর দিবাগত রাতে বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের জন্য বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র হেলালুজ্জামান তালুকদার লালু ও বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিলটনের কাছে হস্তান্তর করেন এবি এম আব্দুস সাত্তার। এবি এম আব্দুস সাত্তার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব।
পরবর্তীতে আজ সোমবার দুপুরে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে বগুড়া-৭ নির্বাচনী আসনে বিএনপি মনোনীত প্রার্থী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জেলা রিটার্নিং অফিসারের কাছে জমা দেওয়া হয়। বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্রটি দাখিল করেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা মো. হেলালুজ্জামান তালুকদার লালুসহ দলীয় নেতাকর্মীরা। একই দিন জেলা প্রশাসকের কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। এসময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক শাহীনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে