রোববার খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হতে পারে
কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের দেরি হওয়ার কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা পিছিয়ে যাচ্ছে।
শুক্রবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার পৌঁছাবে না। সব কিছু ঠিক থাকলে এটি শনিবার আসতে পারে।
তিনি আরও জানান, “ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড অনুমোদন দেয়, ইনশাল্লাহ ৭ ডিসেম্বর (রোববার) তিনি লন্ডনে ফ্লাইট করবেন।”
বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রায় দুই সপ্তাহ ধরে চিকিৎসাধীন খালেদা জিয়া। গত রোববার রাতে হঠাৎ শারীরিক অবনতির কারণে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনিসহ নানা জটিল অসুখে ভুগছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে