খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: ডা. জাহিদ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন।
শনিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের তিনি বলেন, ভর্তি হওয়ার পর থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি এবং তা এখনো জটিল ও গুরুতর। তিনি বর্তমানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান হাসপাতালে গিয়ে খালেদা জিয়াকে দেখেন।
ডা. জাহিদ দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন এবং চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। খালেদা জিয়া ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে নেওয়া হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে