Views Bangladesh Logo

সেনাকুঞ্জে খালেদা জিয়ার সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

 VB  Desk

ভিবি ডেস্ক

দীর্ঘ এক বছর পর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শুক্রবার অংশ নেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পাশে বসে অনুষ্ঠান উপভোগ করেন।

বিকেল ৪টায় গুলশানের ফিরোজা বাসা থেকে সেনাকুঞ্জে পৌঁছান খালেদা জিয়া। সেখানে তাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

হুইলচেয়ারে করে গাড়ি থেকে নেমে উপস্থিত হন খালেদা জিয়া। ল্যাভেন্ডার রঙের শিফন শাড়ি পরা তিনি উপস্থিতদের অভিবাদনের জবাব দিতে হাত নাড়তে দেখা যায়।

বিকেল ৪টার কিছু পর প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত হন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাতীয় সঙ্গীতের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। বক্তব্যের শুরুতে তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের অভিনন্দন জানান এবং মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

খালেদা জিয়া কিছুক্ষণ পর অনুষ্ঠানে পৌঁছান। তার জন্য প্রধান উপদেষ্টার পাশে আলাদা আসন বরাদ্দ করা হয়। অনুষ্ঠান চলাকালে সরকারপ্রধান ও সাবেক প্রধানমন্ত্রীকে হাসিমুখে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়।

সংবর্ধনা অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

গুলশানের ফিরোজা বাসা থেকে ক্যান্টনমেন্টে আসার সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি, খালেদা জিয়ার প্রয়াত ভাই সাঈদ ইসকান্দারের স্ত্রী নাসরিন ইসকান্দার।

তার গাড়িবহরে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ ও হাফিজ উদ্দিন আহমেদ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ