Views Bangladesh Logo

নিউমোনিয়ায় আক্রান্ত খালেদা জিয়া, এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমান জটিলতা না কমলে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হতে পারে।

গত রোববার রাতে তাকে হাসপাতালে নেওয়ার পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে ভর্তি করা হয়। চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য সোমবার জানান, নিউমোনিয়ার পাশাপাশি খালেদা জিয়ার মাল্টিডিজিস জটিলতা বেড়েছে। বয়সজনিত কারণে একসঙ্গে সব চিকিৎসা প্রয়োগে সতর্ক থাকতে হচ্ছে। পরীক্ষার কিছু রিপোর্ট আশার পাশাপাশি উদ্বেগও তৈরি করেছে।

চিকিৎসকেরা ধারণা করছেন, খালেদা জিয়াকে প্রায় এক সপ্তাহ হাসপাতালে থাকতে হতে পারে। শুক্রবার সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে যোগ দেওয়ার আগেই তার ঠান্ডা ও কাশির উপসর্গ দেখা দিয়েছিল।

এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসার দায়িত্বে থাকা মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী বলেন, খালেদা জিয়ার বুকে সংক্রমণ দেখা দিয়েছে। হার্টে পূর্বের স্টেন্ট ও স্থায়ী পেসমেকার থাকার কারণে হৃদ্‌যন্ত্র ও ফুসফুসের সমন্বিত সমস্যা শ্বাসকষ্ট বাড়িয়েছে। তাই তাকে কেবিনেই সর্বোচ্চ সতর্কতায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার রাত ৮টায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে আছেন।

ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি বিবেচনায় নিবিড় চিকিৎসা চলছে। এখনো উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়নি। চিকিৎসার অগ্রগতি অনুযায়ী প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।

তিনি আরও জানান, লন্ডনে থাকা তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন। আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানও হাসপাতালে আছেন।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের জটিলতায় ভুগছেন। দেশে চিকিৎসার পাশাপাশি তিনি চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন এবং ৬ মে দেশে ফেরেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ