Views Bangladesh Logo

খালেদা জিয়ার নিরাপত্তা ও মর্যাদা বিবেচনায় ভিভিআইপি ঘোষণা: পরিকল্পনা উপদেষ্টা

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা, নিরাপত্তা এবং মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। । মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান ।

তিনি বলেন, খালেদা জিয়ার নির্বিঘ্ন চিকিৎসা নিশ্চিত করা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি, তার যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদার বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিভিআইপি মর্যাদা অবিলম্বে কার্যকর করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয় এবং সারা দেশের মানুষকে তার জন্য প্রার্থনার আহ্বান জানানো হয়।

পরিকল্পনা উপদেষ্টা জানান, খালেদা জিয়ার পরিবার ও তার দল এই সিদ্ধান্ত সম্পর্কে অবহিত রয়েছে। ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ