Views Bangladesh Logo

খালেদা জিয়ার আরেক আসনে বিএনপি নেতার মনোনয়নপত্র সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। আবার তার মনোনয়নপত্র সংগ্রহ করে রবিবার (২৮ ডিসেম্বর) বিকালে জমাও দেওয়া হয়েছে।

এদিকে রবিবার দুপুরে একই আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং দিনাজপুর পৌরসভার সাবেক তিনবারের মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি বলছেন তাকে দল থেকে মনোনয়ন কিনতে বলা হয়েছে।

রবিবার দুপুর পৌনে ২টায় দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকীর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সৈয়দ জাহাঙ্গীর আলম। এ সময় জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক মামুনুর রশিদ কচি, সাবেক পৌর কাউন্সিলর রেহাতুল ইসলাম, মতিবুর রহমান বিপ্লবসহ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পরিস্থিতিতে দলের মূল প্রার্থী কে হচ্ছেন কিংবা কে নির্বাচন করবেন, তা নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।

এব্যাপারে জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল বলেন, ‘ঢাকা থেকে শনিবার বিকালে দলের নেতৃবৃন্দ এখানে আসেন। তাদের সঙ্গে সৈয়দ জাহাঙ্গীর আলমও ছিলেন। গত শুক্রবার আমাদের মহাসচিব ঠাকুরগাঁও সফরে যান। ঢাকা থেকে ফিরে জাহাঙ্গীর আলম বলতে শুরু করলেন, তিনি দলীয় মনোনয়ন পেয়েছেন। যদি তিনি মনোনয়ন পেয়েই থাকেন, তাহলে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন এবং জমা দেওয়ার বিষয়ে কেন্দ্র থেকে আমাদের কিছুই জানানো হতো না? নেত্রীর পক্ষে মনোনয়নপত্র জমা দেবেন না, এমন নির্দেশনা তো কেন্দ্র থেকে আমাদের দেওয়া হয়নি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, খালেদা জিয়াই এখানকার প্রার্থী। অন্য কেউ নয়।’

এদিকে মনোনয়নপত্র সংগ্রহ করার পর সৈয়দ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেছেন, ‘দলের উচ্চ পর্যায় থেকে দিনাজপুর-৩ আসনে আমাকে মনোনয়ন ফরম উত্তোলনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছি। অবশ্য রবিবার বিকালে খালেদা জিয়ার পক্ষে এই আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হবে।’

চেয়ারপারসনের আসনে কেন মনোনয়ন নিলেন এ প্রশ্নের জবাবে বলেন, ‘কেন্দ্রের নির্দেশনার বাইরে আমি কিছু বলতে পারবো না।’

দিনাজপুর-৩ আসন থেকে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন খালেদা জিয়া। এর আগে ১৯৯৬ ও ২০০১ সালে সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে জয় পেয়েছিলেন খালেদা জিয়ার বোন প্রয়াত খুরশিদ জাহান হক।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ