Views Bangladesh Logo

খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় হত্যাসহ ৩ মামলা

খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় সহিংসতা ছড়ানোর ঘটনায় হত্যাসহ তিনটি মামলা দায়ের করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল থেকে হাটের দিনে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। শহরের সব সড়কে যান চলাচল স্বাভাবিক এবং দোকানপাটও খোলা রয়েছে।

সদর থানায় ১৪৪ ধারা ভঙ্গ, ভাঙচুর, দাঙ্গা সৃষ্টির পাশাপাশি পুলিশের ওপর হামলার অভিযোগে ৬০০-৭০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহরিয়ার মামলার বাদী হয়ে মামলা করেছেন বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা।

গুইমারা থানায় হত্যাকাণ্ড ও পুলিশের ওপর হামলার অভিযোগে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ২৫০-৩০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, বর্তমানে উপজেলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে, শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে আটক শয়ন শীলকে ৬ দিনের রিমান্ড শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। খাগড়াছড়ি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ওসি আব্দুল বাতেন মৃধা জানান, রিমান্ড শেষে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বর্তমানে খাগড়াছড়ির পরিস্থিতি স্বাভাবিক এবং ১৪৪ ধারা বলবৎ রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ