৭ দিনের রিমান্ডে ফয়সালের সহযোগী
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর গুলি করে হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবিরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
মঙ্গলবার বিকেলে আদালতে হাজির করা কবিরের ১০ দিনের রিমান্ড আবেদন করেন গোয়েন্দা পুলিশের মতিঝিল জোনাল টিমের পরিদর্শক ফয়সাল আহম্মেদ। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. কাইয়ুম হোসেন জানিয়েছেন।
গোয়েন্দা পুলিশের আবেদনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোবল দুর্বল করা, রাজনৈতিক দলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার উদ্দেশ্যে ওসমান হাদিকে গুলি করা হয়। ঘটনার পর কবির আত্মগোপনে চলে যান। তিনি এই মামলার এজাহারনামীয় আসামি ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী। মামলার রহস্য উদঘাটন ও সুষ্ঠু তদন্তের জন্য পুলিশ তাঁর নিবিড় জিজ্ঞাসাবাদে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে