Views Bangladesh Logo

কেরালায় ভূমিধসে ৪৩ প্রাণহানি, কয়েকশ’ আটকা

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারতের কেরালায় ভূমিধসে ৪৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া এ ঘটনায় অনেকেই আটকে পড়েছেন। ভূমিধসের পর বেশ কিছু এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।


চার ঘণ্টার বৃষ্টিতে মঙ্গলবার (৩০ জুলাই) ভোরে রাজ্যটির ওয়েনাড জেলার পাহাড়ি মেপ্পেদি এলাকায় ভূমিধস হয়। রাজ্যের দুর্যোগ মোকাবিলা সংস্থা কেরালা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (কেসিডিএমএ) এ তথ্য নিশ্চিত করেছে। খবর- এনডিটিভি।


কেসিডিএমএ জানিয়েছে, ভূমিধস এলাকায় উদ্ধার তৎপরতা চালাচ্ছেন কেসিডিএমএ ও কেন্দ্রীয় সরকারের অধীন দুর্যোগ মোকাবিলা সংস্থা এনডিআরএফের কর্মীরা। কেরালা পুলিশের এলিট ফোর্স কান্নুর ডিফেন্স সিকিউরিটি কর্পসের দু’টি ইউনিটও কাজ করছে।


বিমান বাহিনীর সহায়তাও চাওয়া হয়েছে। কেরালার মুখ্যমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বিমানবাহিনীর দুটি হেলিকপ্টার ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে সাহায্য করছে।


সেখানে বহু মানুষ আটকা পড়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। উদ্ধার কার্যক্রমের সঙ্গে যুক্ত একজন জানান, সেখানে কমপক্ষে তিনবার ভূমিধস ঘটেছে।


কেসিডিএমএ বলছে, মেপ্পেদি এলাকায় ব্যাপক বৃষ্টি হচ্ছে। ভারী বর্ষণে উদ্ধার কাজ বিঘ্নিত হচ্ছে। আজও দিনভর ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে


ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় উদ্ধারকাজ বিঘ্নিত হচ্ছে।


এদিকে, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলে রাজ্য সরকারকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। এছাড়া উদ্ধার কাজে দলীয় কর্মীদের সহায়তা নিশ্চিত করতে বিজেপি প্রধান জেপি নাড্ডাকে আহ্বান জানিয়েছেন।


পাশাপাশি, প্রধানমন্ত্রীর দফতর থেকে এই দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ