Views Bangladesh Logo

সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদারের ছেলে শাহেদ গ্রেপ্তার

সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান-১ এর একটি বাসা থেকে কাউন্টার টেররিজম ইউনিট ও গুলশান থানা-পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি গুলশান থানায় আছেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, শাহেদ আহমেদ মজুমদারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার নামে গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। এছাড়া মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হাজির করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ