বিচারপতি খুরশীদ আলম সরকারকে অপসারণ
সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে হাইকোর্ট বিভাগের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি।
বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের পুনর্বহালকৃত অনুচ্ছেদ ৯৬(৬) অনুযায়ী রাষ্ট্রপতি এ আদেশ জারি করেছেন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্তে বিচারপতি খুরশীদ আলম সরকারকে তার পদের দায়িত্ব পালনে অযোগ্য হিসেবে অভিহিত করা হয়, যার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, দুর্নীতি ও তৎকালীন সরকারের ঘনিষ্ঠ হিসেবে কাজ করার অভিযোগে গত ২০২৪ সালের ১৬ অক্টোবর হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাদের বেঞ্চে বিচারকাজ পরিচালনা থেকে বিরত রাখা হয়।
ছুটিতে পাঠানো ওই বিচারপতিরা হলেন— বিচারপতি নাইমা হায়দার, শেখ হাসান আরিফ, আশীষ রঞ্জন দাস, মুহাম্মদ খুরশীদ আলম সরকার, এস এম মনিরুজ্জামান, আতাউর রহমান খান, শাহেদ নূর উদ্দিন, মো. আক্তারুজ্জামান, মো. আমিনুল ইসলাম, এস এম মাসুদ হোসেন দোলন, খিজির হায়াত ও খোন্দকার দিলীরুজ্জামান।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শুরু করে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, যার প্রথম প্রতিবেদনেই বিচারপতি খুরশীদ আলম সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে