জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন বিচারপতি ফারাহ মাহবুব
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব।
বুধবার (২১ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশে তাকে এ পদে নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন বিধিমালা অনুযায়ী রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবকে কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন। এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।
বিচারপতি ফারাহ মাহবুব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯২ সালে জেলা আদালতে আইনজীবী হিসেবে পেশাজীবন শুরু করেন। পরে ১৯৯৪ সালে হাইকোর্ট বিভাগে এবং ২০০২ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
তিনি ২০০৪ সালের ২৩ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং ২০০৬ সালের ২৩ আগস্ট স্থায়ী বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীকালে ২০২৫ সালের ২৫ মার্চ তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন। বিচারপতি ফারাহ মাহবুবের জন্ম ১৯৬৬ সালের ২৭ মে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে