Views Bangladesh Logo

সংসদ ভবনের গেটে জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

জাতীয় সংসদ ভবনের কাছে "জুলাই বিদ্রোহের নায়ক" হিসেবে স্বীকৃতির দাবিতে বিক্ষোভ চলাকালীন 'জুলাই ওয়ারিয়র্স'-এর সদস্যদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে সংসদ ভবন এলাকায় এ ঘটনা ঘটে।


এতে বিক্ষিপ্তআন্দোলনকারীরা সংসদের ১২ নম্বর গেট ভেঙে বাইরে বেরিয়ে এসে বেশ কয়েকটি ট্রাক ও বাসে ভাঙচুর চালান। এ সময় পরিস্থিতিনিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। ভাঙচুর হওয়া যানবাহনের মধ্যে দুটি পুলিশের গাড়িও রয়েছে বলে জানা গেছে।


গাড়ি ভাঙচুরের সময় পুলিশ সদস্যরা ধাওয়া দিলে আন্দোলনকারীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। পাল্টা হিসেবে পুলিশ টিয়ারশেল ছোড়ে এবং লাঠিচার্জ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেডও ব্যবহার করা হয়।


বর্তমানে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। আন্দোলনকারীরা পিছু হটলেও দূর থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া অব্যাহত রেখেছেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ