Views Bangladesh Logo

আইন উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ

ইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র) খোদা বখস চৌধুরীর পদত্যাগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা।

রোববার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে ‘শহীদ পরিবার, আহত পরিবার ও ছাত্র জনতা’ ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। সচিবালয়ের পাশের গুরুত্বপূর্ণ সড়কে এ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ মোতায়েন ছিল।

এ সময় আন্দোলনকারীদের ‘দফা এক, দাবি এক, আইন উপদেষ্টার পদত্যাগ’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

বক্তারা অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানে হত্যার বিচার প্রক্রিয়া নিয়ে টালবাহানা চলছে। হত্যাকারীদের এখনো গ্রেপ্তার করা হয়নি, বরং মামলার আসামিদের জামিন দেয়া হচ্ছে। সম্প্রতি শহীদ পরিবারের সদস্যদের ওপর পুলিশ হামলা চালালেও এ ঘটনায় কোনো পদক্ষেপ নেয়নি সরকার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ