বাংলাদেশ চলবে জুলাই গণ অভ্যুত্থানের পথে: নাহিদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থান আমাদের ভয় কাটিয়ে দিয়েছে। এই অভ্যুত্থানে হাজারো মানুষ আহত হয়েছেন, প্রাণ দিয়েছেন একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্নে। যেখানে মানুষ নির্বিঘ্নে মত প্রকাশ করতে পারবে, প্রতিবাদ করতে পারবে পুলিশের বাধা, লাঠিচার্জ বা গুলির ভয়ে নয়।’
নাহিদ ইসলাম বলেন, ‘২৪-এর অভ্যুত্থান আমাদের শেখায় প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, রক্ত দেবো। কিন্তু এ দেশ চলবে জুলাই গণ অভ্যুত্থানের পথে। আমরা আর কোনো ভয়কে প্রশ্রয় দেবো না।’
মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৩টায় গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করে বলেন, ‘ক্ষমতার পালাবদলের জন্য কেউ রক্ত দেয়নি, অভ্যুত্থান করেনি। চাঁদাবাজি, দখলদারিত্ব, লুটপাট এসবের কোনো স্থান থাকবে না নতুন বাংলাদেশে। যারা এই অভ্যুত্থানে গুলি চালিয়েছে, হামলা করেছে, সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এখনও ভারতে বসে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কিন্তু আমরা জানি, এই আন্দোলন থামবে না।’
গাইবান্ধাবাসীর দীর্ঘদিনের অবহেলার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘রংপুর বিভাগের অন্যতম দরিদ্র এলাকা গাইবান্ধা। দীর্ঘদিন ধরে এখানকার মানুষ বৈষম্যের শিকার হয়ে আসছেন। আমরা তাদের পাশে থাকতে চাই, তাদের জন্য নতুন দেশ গড়তে চাই। শেখ হাসিনার পতন হয়েছে, কিন্তু আমাদের স্বপ্নের বাংলাদেশ এখনও গঠিত হয়নি। সেই লক্ষ্যেই আমাদের আন্দোলন চলবে।’
পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাইফুল্লাহ হায়দার, আসাদুল্লাহ আল গালিব, আবু সাঈদ লিয়ন, নাজমুল হাসান সোহাগ, ডা. মাহমুদা আলম মিতু, মোহাম্মদ আতাউল্লাহ, সদস্য ফিহাদুর রহমান দিবসসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পথসভা শুরুর আগে এনসিপির কেন্দ্রীয় নেতারা গাইবান্ধা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে সমবেত হন। পরে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়ক হয়ে রংপুরে ফিরে যান তারা।
এর আগে সকালে রংপুরের পীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। পরে গাইবান্ধার সাদুল্লাপুরে স্থানীয় নেতারা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে