Views Bangladesh Logo

জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে

 VB  Desk

ভিবি ডেস্ক

জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করতে এসব মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার।


সোমবার (২০ অক্টোবর) আইন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ড. রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই মাসের গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে সারা দেশে মোট ৮৩৭টি হত্যাকাণ্ডের মামলা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ৪৫টি মামলা বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে এবং পুলিশ ইতোমধ্যে বিভিন্ন ফৌজদারি আদালতে বিচারাধীন ১৯টি মামলার চার্জশিট দাখিল করেছে।


আইন মন্ত্রণালয় জানিয়েছে, এসব মামলা এখন ‘দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০০’-এর ধারা ১০ এর আওতায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে।

গুরুতর অপরাধ, বিশেষ করে হত্যাকাণ্ডের সুষ্ঠু ও সমন্বিতভাবে বিচার নিশ্চিত করতে আইন ও বিচার বিভাগে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।


কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে—জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ অন্যান্য গুরুতর অপরাধের সব মামলার একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি, বিচার প্রক্রিয়ায় বিদ্যমান চ্যালেঞ্জ চিহ্নিত ও তা সমাধানের জন্য সরকারকে সুপারিশ প্রদান এবং ভুক্তভোগী পরিবার ও সাধারণ জনগণকে মামলার অগ্রগতির বিষয়ে নিয়মিত অবহিত রাখা।


মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে দ্রুত ও সমন্বিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের ভুক্তভোগীদের প্রতি স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ