Views Bangladesh Logo

জুলাই অভ্যত্থানের আহতদের তিন স্তরে ভাতা দেয়া হবে: ফারুক-ই-আজম

 VB  Desk

ভিবি ডেস্ক

জুলাই অভ্যুত্থানে আহতদের জন্য তিনটি ক্যাটাগরিতে ভাগ করে মাসিক ভাতা দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ও বীর প্রতীক ফারুক-ই-আজম।

শনিবার (২৬ জুলাই) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই যোদ্ধাদের সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং তাদের আর্থিক ও চিকিৎসা সহায়তা প্রদানের ব্যবস্থা নেওয়া হয়েছে।

নতুন ভাতা কাঠামো অনুযায়ী:

১.ক্যাটাগরি ‘এ’ তে থাকা আহতরা প্রতি মাসে ২০,০০০ টাকা করে পাবেন,

২.ক্যাটাগরি ‘বি’ তে থাকা আহতরা ১৫,০০০ টাকা করে পাবেন এবং

৩.ক্যাটাগরি ‘সি’ তে থাকা আহতরা ১০,০০০ টাকা করে পাবেন।

মাসিক ভাতার পাশাপাশি এককালীন আর্থিক সহায়তা, পরিচয়পত্র ও সনদপত্রও দেওয়া হবে স্বীকৃত জুলাই যোদ্ধাদের।

তাদের কল্যাণে কাজ করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ১০ম তলায় একটি বিশেষ অধিদপ্তর স্থাপন করা হয়েছে। অতিরিক্ত সচিবের নেতৃত্বে এবং ২০ জন কর্মকর্তার সমন্বয়ে পরিচালিত এই অধিদপ্তর পুনর্বাসন ও সহায়তা কার্যক্রম দেখভাল করবে। জুলাই যোদ্ধারা সরকারি হাসপাতালে আজীবন বিনামূল্যে চিকিৎসার সুবিধাও পাবেন।

‘ওয়ারিয়র্স অব জুলাই, চট্টগ্রাম’ নামে সংগঠনটি এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলমসহ শহীদদের পরিবারের সদস্য ও বিভিন্ন বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ