Views Bangladesh Logo

গণঅভ্যুত্থানে শহীদ ৯১৪ জনের তালিকা প্রকাশ জুলাই রেভল্যুশনারি এলায়েন্সের

 VB  Desk

ভিবি ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থানে ৯১৪ জন শহীদের তালিকা প্রকাশ করেছে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স বাংলাদেশ। সংগঠনটির দাবি, প্রকৃত শহীদের সংখ্যা এর চেয়ে অনেক বেশি।

  শনিবার (৬ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির আহ্বায়ক সালেহ মাহমুদ রায়হান। এ সময় মুখপাত্র ফানতাসির মাহমুদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ সামরান উপস্থিত ছিলেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সরকারি গেজেট ছাড়াও এনজিও, জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যম, এলাকা ভিত্তিক নথি, গবেষণাধর্মী বই, সামাজিক যোগাযোগমাধ্যম এবং নিহতদের পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগের ভিত্তিতে তথ্য যাচাই করে এ তালিকা তৈরি হয়েছে।

তারা জানায়, নিহতদের আরও ৬০০ পরিবারের আবেদন এখনো প্রক্রিয়াধীন রয়েছে। ফলে প্রকাশিত তালিকাটি সম্পূর্ণ নয়।

সংগঠনটির হিসাব অনুযায়ী, অন্তত ৫৪টি স্থানে সহিংস সংঘর্ষ ঘটে। এর মধ্যে সর্বাধিক প্রাণহানি ঘটে পুলিশ ও এপিবিএন-এর গুলিতে। এরপর নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হামলায় বহু মানুষ প্রাণ হারান।

বিপ্লবী জোট বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর পদত্যাগ দাবি করেছে। একই সঙ্গে তারা অভিযোগ করেছে, অন্তর্বর্তী সরকার বিচার নিশ্চিতে কোনো উদ্যোগ নেয়নি।

সংগঠনটির নেতারা সতর্ক করে বলেন, গণহত্যার দায়মুক্তি অব্যাহত থাকলে তা দেশের জন্য ভয়াবহ দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ