সংস্কার বিষয়ে সর্বদলীয় ঐকমত্যের পরে ‘জুলাই ঘোষণা’ উন্মোচন: প্রেসসচিব
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দল এবং অন্য গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের মধ্যে ঐকমত্যের পর ‘জুলাই ঘোষণা’ প্রকাশ করবে অন্তর্বর্তী সরকার।
জনপ্রশাসন ও বিচার বিভাগীয় সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিলের পর বুধবার (৫ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে আসেন তিনি। বলেন, প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঐকমত্য কমিটি এখন রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে আলোচনার আগে সব সুপারিশ পর্যালোচনা করবে।
একবার সবপক্ষের সুপারিশ একটি জায়গায় একমত হলে সেগুলো চূড়ান্ত এবং ‘জুলাই ঘোষণা’ প্রকাশ করা হবে বলে জানান শফিকুল আলম।
তিনি আরও জোর দিয়েছিলেন যে এই সংস্কারগুলির বাস্তবায়ন পরবর্তী জাতীয় নির্বাচনের সময়কে প্রভাবিত করবে - এই বছরের ডিসেম্বরে বা 2026 সালের জুনে।
বিচার বিভাগীয় সংস্কারের বিষয়ে কমিশনের মূল সুপারিশ তুলে ধরেন শফিকুল আলম, যা বিচার বিভাগের স্বাধীনতার আগের দাবিগুলোকে চ্যালেঞ্জ করে।
‘অতীতের দাবি সত্ত্বেও প্রকৃত বিচারিক স্বাধীনতা অর্জিত হয়নি’- বলেন তিনি।
প্রেসসচিব জানান, স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা ও বিচার ব্যবস্থার স্বচ্ছতা বাড়াতে সাংবিধানিক সংশোধনীসহ কাঠামোগত পরিবর্তনের প্রস্তাব করেছে কমিশন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে