Views Bangladesh Logo

গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি নির্ধারণ আইন অনুমোদন: আসিফ নজরুল

ইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি নির্ধারণ আইন অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ড. আসিফ নজরুল বলেন, আমরা আগেই ঘোষণা করেছিলাম— এটি ছিল জুলাই গণঅভ্যুত্থানকারীদের প্রতি আমাদের অঙ্গীকার। আজ ক্যাবিনেটে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ’ অনুমোদিত হয়েছে। আশা করছি, আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এটি আইনে পরিণত হবে।

তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানকালে রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলি থেকে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দেওয়া হয়েছে। রাজনৈতিক প্রতিরোধ বলতে ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে পরিচালিত কর্মকাণ্ডকে বোঝানো হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের ফলে সৃষ্ট যেকোনো ফৌজদারি দায়-দায়িত্ব থেকে জুলাই গণঅভ্যুত্থানকারীদের অব্যাহতি দেওয়া হবে।

আইন উপদেষ্টা আরও বলেন, যদি এ ধরনের কর্মকাণ্ডের কারণে কোনো মামলা হয়ে থাকে, সরকার সেগুলো প্রত্যাহারের উদ্যোগ নেবে। একই সঙ্গে জুলাই-আগস্ট মাসে রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংঘটিত কর্মকাণ্ডের জন্য নতুন করে আর কোনো মামলা করা যাবে না। ইতোমধ্যে দায়ের হওয়া মামলাগুলোও প্রত্যাহার করা হবে।

তিনি বলেন, জুলাই ও আগস্ট মাসে কেউ যদি রাজনৈতিক প্রতিরোধের নামে ব্যক্তিগত বা সংকীর্ণ স্বার্থে হত্যাকাণ্ড বা অপরাধ করে থাকে, তাহলে সে এই আইনের আওতায় দায়মুক্তি পাবে না। ব্যক্তিগত স্বার্থ, প্রতিশোধস্পৃহা বা লোভের বশবর্তী হয়ে সংঘটিত হত্যাকাণ্ডের জন্য কাউকে রেহাই দেওয়ার উদ্দেশ্যে এই আইন করা হয়নি।

ড. আসিফ নজরুল জানান, কোন হত্যাকাণ্ড রাজনৈতিক প্রতিরোধের অংশ ছিল এবং কোনটি ব্যক্তিগত বা সংকীর্ণ স্বার্থে সংঘটিত হয়েছে— তা নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনকে। কোনো ভুক্তভোগীর পরিবার যদি মনে করে যে তাদের স্বজন ব্যক্তিগত স্বার্থে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং এর সঙ্গে গণঅভ্যুত্থানের কোনো সম্পর্ক নেই, তাহলে তারা মানবাধিকার কমিশনে আবেদন করতে পারবেন।

তিনি বলেন, মানবাধিকার কমিশন যদি প্রাথমিকভাবে মনে করে ঘটনাটি ব্যক্তিগত স্বার্থে সংঘটিত, তাহলে তারা তদন্ত করবে এবং তদন্ত প্রতিবেদন দাখিল করবে। আদালতে এই প্রতিবেদন পুলিশের তদন্ত প্রতিবেদনের সমান মর্যাদা পাবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ