Views Bangladesh Logo

এই সরকারের আমলেই জুলাই গণহত্যার বিচার শেষ হবে: আসিফ নজরুল

 VB  Desk

ভিবি ডেস্ক

ন্তর্বর্তী সরকারের আমলেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার সম্পন্ন হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার (১৪ জুলাই) বিকালে নারায়ণগঞ্জের হাজীগঞ্জে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের পাঁচ উপদেষ্টা স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন।

ড. আসিফ নজরুল বলেন, দেশের বিভিন্ন জেলায় জুলাই হত্যাকাণ্ডের মামলা তদন্তে ইতোমধ্যেই ভালো অগ্রগতি হয়েছে। নারায়ণগঞ্জে দায়েরকৃত বেশ কয়েকটি মামলার চার্জশিট আগামী পাঁচ আগস্টের মধ্যে জমা দেওয়ার আশা রয়েছে।

তিনি আরও জানান, চার্জশিট জমা হলে বিচার দ্রুত করার জন্য ‘দ্রুত বিচার আইন’ প্রয়োগের সম্ভাবনাও খতিয়ে দেখা হবে।

আইন উপদেষ্টা বলেন, দেশের বিভিন্ন স্থানে স্থানীয়ভাবে হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম বেড়েছে। জুলাই-আগস্টের আন্দোলনে যেমন আমরা ঐক্যবদ্ধ হয়েছি, তেমনি সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে সবাইকে একযোগে রুখে দাঁড়াতে হবে। প্রশাসনও এ ক্ষেত্রে সহযোগিতা করবে।

এ সময় তিনি নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে নির্দেশ দেন, জুলাই শহীদ পরিবারের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। শহীদ পরিবারের কয়েকজন সদস্য অভিযোগ করেন, মামলা করার কারণে তারা হয়রানির শিকার হচ্ছেন এবং নিজ এলাকায় যেতে পারছেন না। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন ড. আসিফ নজরুল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ