বঙ্গবন্ধুর মুছে ফেলা ম্যুরালের সামনে হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’
রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুছে ফেলা ম্যুরালের সামনের প্ল্যাটফর্মে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মিত হচ্ছে। ১৮ ফুট উঁচু স্মৃতিস্তম্ভটি নির্মাণে ব্যয় হবে আনুমানিক ১২ লাখ টাকা।
বুধবার (১৬ জুলাই) সকালে নগরীর সিএন্ডডিবি ক্রসিংয়ের কাছে ম্যুরালের ঠিক সামনে নির্মাণকাজ শুরু করে গণপূর্ত বিভাগ। রোববারের (২০ জুলাই) মধ্যে কাজ শেষ করে ৫ আগস্ট শ্রদ্ধা জানাতে স্মৃতিস্তম্ভটি উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে তাদের।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের সামনের স্থানটি জেলা পরিষদের। পাঁচ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ৫৮ ফুট উঁচু ও ৪০ ফুট চওড়া শেখ মুজিবের ম্যুরালটি তৈরি করেছিল রাজশাহী সিটি কর্পোরেশন। সীমানা প্রাচীরের দুই পাশে ৭০০ বর্গফুট জমিতে গ্রামীণ বাংলার লোকজ সাংস্কৃতিক দৃশ্য ও ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত ঐতিহাসিক মুহূর্তগুলোকে চিত্রিত করে টেরাকোটা রয়েছে, যা গ্রানাইট ল্যান্ডস্কেপিং দিয়ে আঁকা।
তবে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হামলা চালিয়ে পোড়ামাটির কাজের ক্ষতি করা হয়। ম্যুরালটি তখন অক্ষত থাকলেও ফেব্রুয়ারিতে শেখ মুজিবের প্রতিকৃতি সাদা রঙে মুছে ফেলা হয়।
রাজশাহী গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম জানান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় রাজশাহীসহ ৬৪টি জেলায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণের অনুরোধ জানিয়েছে। সরকারি গেজেটে পাওয়া জুলাইয়ের ছাত্রজনতার গণআন্দোলনে নিহত রাজশাহীর পাঁচজনের নাম স্মৃতিস্তম্ভে খোদাই করা হবে। আন্দোলনের জনপ্রিয় স্লোগানগুলোও প্রদর্শিত হবে।
জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়কারী মো. নাহিদুল ইসলাম সাজু বলেন, ‘আমরা তালাইমারি থেকে আলুপট্টি পর্যন্ত বিকল্প স্থানগুলো দেখেছি। কিন্তু কোনো উপযুক্ত স্থান খুঁজে পাইনি। বিতর্ক সত্ত্বেও রাস্তার ধার থেকে দৃশ্যমান এবং মানুষের সহজ প্রবেশপথ থাকায় স্থানটি বেছে নেয়া হয়েছে। এখানকার শেখ মুজিবের ম্যুরালটি ভেঙে ফেলা হয়েছে। প্রাচীরটিও শিগগিরই ভেঙে ফেলা হবে’।
‘যদি এখানে স্মৃতিস্তম্ভটি নির্মাণ না করা হয়, তাহলে সরকারি স্থানটি অব্যবহৃত থেকে যাবে এবং অবনতি ঘটবে’- বলেন তিনি।
জেলা প্রশাসক আফিয়া আখতার জানান, অনেকগুলো বিকল্প বিবেচনা করে সর্বসম্মতিক্রমে স্থানটি বেছে নেয়া হয়েছে। ‘জুলাইযোদ্ধারা’ নিজেরাই এই স্থানটি নির্বাচন এবং অনুমোদন করেছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে