Views Bangladesh Logo

বর্ধিত সময়সীমার আগেই জুলাই সনদ বাস্তবায়ন: আলী রীয়াজ

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, বর্ধিত সময়সীমার আগেই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, এই প্রক্রিয়া সম্পন্ন করতে এক মাস সময় লাগবে না এবং সময়মতো অগ্রগতি নিশ্চিত করতে বিশেষজ্ঞদের সঙ্গেও পরামর্শ করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় ধাপের উদ্বোধনী বৈঠকে বক্তব্য রাখার সময় এ আশাবাদ ব্যক্ত করেন অধ্যাপক রিয়াজ।

তিনি বলেন, ‘কমিশনের চেয়ারম্যান, প্রধান উপদেষ্টা সব বিষয় সম্পর্কে সম্পূর্ণরূপে অবহিত। আগামী ২১ সেপ্টেম্বর তিনি জাতিসংঘের অধিবেশনে যোগ দেবেন এবং তার আগেই সনদ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে তাকে জানানো হবে।’

অধ্যাপক আলী রীয়াজ বলেন, কমিশন জুলাই সনদ বাস্তবায়নের চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে। দলগুলো ছয়টি ভিন্ন ভিন্ন ব্যবস্থার সুপারিশ করেছে। কিছু দল বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে বা গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়নের পক্ষে, অন্যরা বিষয়টি সংসদের বিবেচনার উপর ছেড়ে দিতে চায়।

তিনি আরও বলেন, বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন সাংবিধানিক বিষয়গুলো গণভোট ও সাংবিধানিক সংশোধনের মাধ্যমে সমাধান করা উচিত। আর পদ্ধতিগত বিষয়গুলো সরকারি অধ্যাদেশের মাধ্যমে দ্রুত কার্যকর করা যেতে পারে।

রাজনৈতিক দলগুলোকে এই সনদে স্বাক্ষর করার জন্য দুজন করে প্রতিনিধি মনোনীত করতে বলা হয়েছিল। বেশিরভাগ দলই তা মেনে নিয়েছে। কমিশন আশা করছে, সরকার এই প্রক্রিয়া সহজ করতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেবে।

বৈঠকে অংশ নেন বিএনপি, জামায়াত, এনসিপি, এলডিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং আমার বাংলাদেশ পার্টিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

অপরদিকে কমিশনের সদস্য হিসেবে আরও উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ