জুলাই সনদ শিগগিরই চূড়ান্ত করা হবে: আলী রীয়াজ
জুলাই সনদ শিগগিরই চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ। শুক্রবার (৮ আগস্ট) সকালে সংসদ ভবনের এলডি হলে কমিশনের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আলী রীয়াজ বলেন, ২৮ জুলাই সনদের খসড়া সংশ্লিষ্ট দলগুলোকে পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে মতামত নেয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে পূর্ণাঙ্গ খসড়া আবারও রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে।
তিনি আরও বলেন, ঐকমত্যের ভিত্তিতে রচিত এবং প্রত্যাশিত স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা ও বাস্তবায়নের পদ্ধতি কী হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে নির্ধারণ করা দরকার। সেই লক্ষ্যে এ বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনা করবে কমিশন।
আলী রীয়াজ আশা প্রকাশ করে বলেন, দ্রুতই চূড়ান্ত সনদ প্রকাশ করা হবে এবং বাস্তবায়নের কাজে কোনো বিলম্ব হবে না।
ঐকমত্য কমিশনের সহ-সভাপতির মতে, সংস্কার বাস্তবায়ন সম্ভব হলেই জুলাই অভ্যুত্থানের বীর সেনাদের রক্তের ঋণ পরিশোধ হবে।
এ ছাড়াও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “জাতীয় সনদের খসড়া তৈরি করাই আমাদের ম্যান্ডেট। নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা আমাদের কাজ নয়, যা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর সরকারের এখতিয়ারে রয়েছে।”
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে