Views Bangladesh Logo

প্রধান উপদেষ্টার নেতৃত্বে দলগুলোর ‘অতি জরুরি’ বৈঠক, শুক্রবারই জুলাই সনদ স্বাক্ষর

 VB  Desk

ভিবি ডেস্ক

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর নিয়ে তৈরি অনিশ্চয়তা নিরসনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ‘অতি জরুরি’ বৈঠক চলছে। তবে শুক্রবারই (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ছয়টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে অংশ নিয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলন, জেএসডি (রব), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

রাজনৈতিক দলগুলো সনদে সই করবে কি না, সে বিষয়ে এবং প্রয়োজনে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বৈঠকে ফের আলোচনা চলছে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। তিনি বলেন, কমিশনের সনদ বাস্তবায়নে গণভোট করার বিষয়ে একমত হলেও ভোটের দিন ও পথ-পদ্ধতি নিয়ে দলগুলোর মতভিন্নতা আছে। কোনো কোনো দল সনদে সই করার আগে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে নিশ্চয়তা চায়। বৈঠকে এ সংকটের সুরাহা হবে বলেও আশাবাদী তিনি।

এর আগে বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাসভবনে তার সঙ্গে বৈঠকে বসেন ঐকমত্য কমিশনের সদস্যরা। বৈঠকে সিদ্ধান্ত হয়, শুক্রবারই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে।

ছয়টি সংস্কার কমিশনের ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে সনদের চূড়ান্ত অনুলিপি দলগুলোর কাছে পাঠানো হয়। কিন্তু সনদ বাস্তবায়নের উপায় নিয়ে এখনো ঐকমত্য হয়নি। এ বিষয়ে কমিশনের আলাদা সুপারিশ দেয়ার কথা। কিন্তু সেটিও এখনো চূড়ান্ত হয়নি।

সূত্র জানায়, ‘সংবিধান আদেশ’ জারির মাধ্যমে সংস্কার প্রক্রিয়া আগানো না হলে সনদে সই করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সংস্কার, বিশেষ করে সংবিধান সংস্কার প্রশ্নে নতুন করে পুরো আলোচনা শুরুরও পক্ষে দলটি।

অন্যদিকে বিএনপি সনদের অঙ্গীকার অংশে একটি ধারা যুক্ত করার প্রস্তাব করেছিল। কমিশন সেটা করেনি। ফলে, তাদের স্বাক্ষর করা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। আর বাস্তবায়নের পন্থা উল্লেখ না থাকায় চূড়ান্ত করা সনদে জামায়াত স্বাক্ষর করবে কি না, তা নিয়ে আছে বড় ধরনের সংশয়। এ ছাড়া বামপন্থি একাধিক দলেরও সনদে সই না করার শঙ্কা আছে।

সূত্র আরও জানায়, জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর এসব মতভিন্নতার কারণেই সনদে স্বাক্ষর নিয়ে হঠাৎ অনিশ্চয়তা তৈরি হয়। এজন্যই ডাকা ‘অতি জরুরি’ বৈঠকে সনদে স্বাক্ষর নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান স্পষ্টভাবে জানতে চেয়েছে কমিশন।
 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ