Views Bangladesh Logo

জুলাই সনদ বাস্তবায়ন না করে নির্বাচন হলে সেটা প্রশ্নবিদ্ধ হবে: ডা. তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না করে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে জাতিসংঘ সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ না করলেও সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন ডা. তাহের। তিনি বলেন, ‘ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা নেই। তবে জুলাই সনদ বাস্তবায়ন না করে নির্বাচন হলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।’

জামায়াতের নায়েবে আমীর আরও বলেন, যেসব দল বা ব্যক্তি সংস্কার বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে তাদের কারণেই যদি নির্বাচনের সময় পিছিয়ে যায়, তবে সেই দায়ভার তাদেরকেই নিতে হবে।

জাতিসংঘের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে ৩টি রাজনৈতিক দলের ছয়জন নেতার মধ্যে একজন ছিলেন ডা. তাহের। ১৩ দিনের সফর শেষে আজ সকালে বিমানবন্দরে পৌঁছালে দলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

সফর প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, ‘জাতিসংঘ সফরে সরকারপ্রধানের সফরসঙ্গী হিসেবে রাজনৈতিক নেতাদের নেওয়া ব্যতিক্রম ঘটনা।’ তিনি মনে করেন, জাতীয় ইস্যুতে বাংলাদেশ যে ঐক্যবদ্ধ আছে, এটি তারই প্রমাণ।

এ ছাড়াও সফরের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে ডা. তাহের বলেন, ‘আমেরিকায় এনআরবি অর্থাৎ নন-রেসিডেন্ট বাংলাদেশিদের সঙ্গে বৈঠক গুরুত্বপূর্ণ ছিল। যাদের পাসপোর্ট আছে, সেসব বাংলাদেশি প্রবাসীদের যাতে ভোটদান নিশ্চিত করা হয়, সে ব্যাপারে আলোচনা করেছি।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ